আমাদের কথা খুঁজে নিন

   

নক করে আনলক!

কম্পিউটার আনলক করার একটি সাধারণ পদ্ধতি হলো পাসওয়ার্ড। কিন্তু কেমন হবে যদি পাসওয়ার্ড ছাড়াই কেবল স্মার্টফোনে নক করে কম্পিউটার আনলক করা যায়? ঠিক তেমনই একটি অ্যাপ্লিকেশনের নাম ‘নক’। সম্প্রতি অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে এই ‘নক’ অ্যাপ্লিকেশনটি।
আইফোন ব্যবহারকারীরা তাদের কম্পিউটারের সঙ্গে পেয়ার বা সংযুক্ত করে নেয়ার পর নির্দিষ্ট রেঞ্জের মধ্যে পৌঁছে তাদের আইফোনে নক করার মাধ্যমে কম্পিউটার আনলক করতে পারবেন। এক্ষেত্রে ফোন ও কম্পিউটার সংযুক্ত হয় ব্লুটুথ লো-এনার্জির মাধ্যমে, যার ফলে কম্পিউটার রেঞ্জের মধ্যে আসামাত্রই ফোনটি তা শনাক্ত করতে পারে।


নক অ্যাপ্লিকেশনটির নির্মাতারা জানিয়েছেন, নক করার বদলে আইফোনটি বাতাসে নড়াচড়া করানো হলেও কম্পিউটার আনলক করা যাবে। এ ছাড়াও প্যান্টের পকেটে রেখেই আইফোনে ট্যাপ বা নক করার সুবিধা থাকছে এতে। ফলে পকেট থেকে ফোন বের না করেই আনলক করা যাবে কম্পিউটার।
তবে আইটিউনস স্টোরে আসা নতুন এই অ্যাপ্লিকেশনটি কিনতে খরচ পড়বে ৩.৯৯ মার্কিন ডলার। অ্যাপ্লিকেশনটি আইফোন ও ম্যাক অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণগুলোতে কাজ করবে।


 ওয়েব ঠিকানা. https://itunes.apple.com/us/app/id692929970 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।