আমাদের কথা খুঁজে নিন

   

নীতিশিক্ষা-মহাদেব সাহা

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

আমাকে এখন শিষ্টাচার শিক্ষা দেয় শহরের বখাটে মাস্তান, আধুনিকতার পাঠ নিতে হয় প্রস্তরযুগের সব মানুষের কাছে; মাতালের কাছে প্রত্যহ শুনতে হয় সংযমের কথা বধ্যভূমির জল্লাদেরা মানবিক মূল্যবোধ সতত শেখায়, জলদস্যুদের কাছে আমাকে শুনতে হয় সৌন্দর্যের ব্যাখ্যা-বিশ্লেষণ- মানবপ্রেমের শিক্ষা নিতে হয় শিশুহত্যাকারীদের কাছে। কিন্তু আমার শেখার কথা নদী ও বৃক্ষের কাছে ধৈর্য্য-সহিষ্ণুতা, বিবেক, বিনয়, বিদ্যা আমাকে শেখাবে এই উদার আকাশ জুঁই আর গোলাপের কাছ থেকে সৌহার্দের মানবিক রীতি, অথচ এখন প্রতিদিন ঘাতকের কাছে আমাকে শুনতে হয় মহত্ত্বের কথা; মূর্খ ইতরের কাছে নিতে হয় বিনয়ের পাঠ দেশপ্রেম শিক্ষা দেয় বিশ্বাসঘাতক বর্বরেরা, ক্ষমা আর উদারতা শিক্ষা দেয় হিংস্র নখদাঁতবিশিষ্ট প্রাণীরা স্নেহ ও প্রীতির সুমধুর গান গায় সব ধূর্ত কাক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।