আমাদের কথা খুঁজে নিন

   

শেষ চারে জোকোভিচ

‘বি’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ের পথে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা জোকোভিচ জিতেছেন ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে। প্রথম ম্যাচে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারকে হারিয়েছিলেন তিনি। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের এটা টানা ১৯তম জয়। সেপ্টেম্বরে ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যাওয়ার পর থেকে তিনি অপরাজিত। গত মাসে নাদালের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও ইউএস ওপেনের পর তিনটি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন জোকোভিচ। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে সহজেই ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছেন সুইজারল্যান্ডের ফেদেরার। শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ দেল পোত্রো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।