রাজনগর উপজেলায় রাজনৈতিক সংঘাত এড়াতে 'সমঝোতা' বৈঠক করেছে আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ নেতারা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে উভয়দল কেন্দ্রীয় কর্মসূচি পালন কালে কোন পক্ষ বাধার সৃষ্টি করবেনা। অতীতের তিক্ততা ভুলে আগামীতে উভয় দলের রক্তক্ষয়ী সংঘাত এড়াতে এ উদ্যোগ নেয়া হয়।
উভয়দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনে সমন্বয় করা হবে, প্রয়োজনে বিষয়টি একে অপরকে জানিয়ে দেয়া হবে। বিষয়টি ভালো ভাবেই নিচ্ছেন উপজেলার সাধারণ মানুষ ও রাজনগরের ব্যবসায়ীরা।
বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বসা হলেও গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদ্দোজার সরকারী কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে উভয় দলের ৫ জন করে অংশ নেন।
আওয়ামী নেতা টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান জানান, আমার ইউনিয়নে আমি এ উদ্যোগ নিয়ে ছিলাম। পরে বিএনপির নেতারা বিষয়টি উপজেলা পর্যায়ে করা যায় কি না বলায় পরবর্তীতে এ বৈঠক হয়েছে। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এমএ হাকিম বকস সুন্দর বলেন, উপজেলা চেয়ারম্যানে কার্যালয়ে চা খাওয়ার দাওয়াত ছিল।
অতীত ভুলে সামনে যাতে যে কোন ধরনের সংঘর্ষ এড়িয়ে চলা যায় এ নিয়ে আলোচনা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।