মনে করে ছিড়েঁ যায় আমার পরান।
শাফিক আফতাব...............
আজ আর মনে নেই তোমাকে আমার
আজ আর মনে নেই কী দিয়েছিলে ?
কী দিয়েছিলে সেই গভীর নিশিথে !
তুমি আমি সেইদিন কত একাকার।
পলে পলে হাতে হাতে কত সুধা বিনিময়
তোমাতে আমাতে কত অন্বয় __
কত ভালোবাসা আর কত কাছে নিবিড়,
কত কত ছিলো সেই আলোকের ভীড়।
সময় চলে গেছে বলে কিছু আজ নাই,
মনেও করিনা আমি ভুলেও তাহা __
সেই নিশিতে তুমি দিয়েছিল যাহা :
আজ আমার প্রাণ যে ধানাই পানাই।
সবকিছু তলে গেছে কালের অতলে,
তুমিই আমাকে সেদিন ভালোবাসালে।
ভালোবাসা নেই আজ আছে ধূপের ধূলো,
পড়ে আছে তোমার এই শূন্য কুলো।
পড়ে অাছে তোমার সেই ভালোবাসার গান
মনে করে ছিড়েঁ যায় অজ আমার পরান।
০৮.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।