আমাদের কথা খুঁজে নিন

   

১জন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার চাই( part-time)

বিসমিল্লাহ-হির-রাহমানির রাহিম।
হেডিং দেখে আপনারা বুঝে ফেলেছেন যে,আমি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার খুজছি...
আমি worldwide buyer দের জন্য কাজ করি যখন আমার কাজের চাপ খুব বেড়ে যায় তখন আমার একার পক্ষে কুলিয়ে ওঠা সম্ভব হয় না। এক কথায় সিস্টেম লস হয় আর কি। কিছু ভালো কাজ হাতছাড়া হয়ে যায়। কি করব হাত তো মানুষের ২ টা আর মাথা একটা।

তাই চিন্তা করলাম একটা বিজ্ঞাপন দেই-
আমি যে সব কাজ করিঃ
১।  Logo design
২।  Brochure Design
৩। Flyer Design
৪। Business Card Design
৫।

Small PSD website design/landing page(highest 1-5 page)
৬।  Product Label Design
৭। Advertise Design
৮। Poster Design
৯। Facebook Cover Page Design
ইত্যাদি সহ আরও অনেক রকম প্রিন্ট ডিজাইন।

তাই যারা ঐ সব ডিজাইন এ দক্ষ ও PRACTICAL & COMMERCIALকাজের অভিজ্ঞতা আছে তাঁরাই শুধু যোগাযোগ করুণ। PLEASE অযথা যোগাযোগ করে নিজের ও আমার সময় নষ্ট করবেন না।
আমি কাজ যে রেগুলার দিব এটার আমি নিশ্চয়তা দিতে পারবনা। কারন আমি আগেই বলেছি,যখন আমার কাজের চাপ বেড়ে যাবে এবং আমার হাতে এক্সট্রা কাজ থকবে তখন দিতে পারব। তবে একজন নিরভরযোগ্য ডিজাইনার(Trusted one)পেলে আমি রেগুলার কাজ দেব ইনশাল্লাহ!
আর payment ?
আমি সোজা কথা বলতে ও শুনতে পছন্দ করি।

তাই বলছি আমি প্রথম অবস্থায়
প্রতিটি লোগো ডিজাইন এর জন্য ৫০০ টাকা ও অন্নাও সকল ডিজাইন এর জন্য ৮০০-১০০০ টাকা দেব। পরে আরও বারায়ে দেবো ইনশাল্লাহ!ভালো কাজ দেখাতে পারলে তো কথাই নেই ১০০০ টকা MUST। আর COMBINED কাজের ক্ষেত্রে PAYMENT নির্ভর করবে মোট পায়মেণ্ট এর উপড়(মানে আমি TOTAL PROJECT এ কত পাবো টার উপর) আশা করি সবাই বুজতে পেরেছেন। না পারলে কল দিবেন আরও সহজ কোড়ে বলার চেষ্টা করব।
কিছু অতি গুরুত্বপূর্ণ ব্যাপার-
*** আমি তখনি আপনাকে PAYMENT দিব যখন BUYER আমাকে PAYMENT দিবে।

অর্থাৎ,PROJECT SUCCESSFUL হলে তবে টা না হলে নয়। আপনারা যারা অভিজ্ঞ DESIGNER তাড়া খুব ভালো করেই জানেন যে,গ্রাফিক্স ডিজাইন কাজে REVISION দেয়া COMPULSORY কারণ প্রথম বারেই ডিজাইন ১০০% ওকে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই একাধিক বার REVISION দেয়ার মানসিকতা থাকতে হবে।
***একটা ব্যাপার এ আপানার খটকা লাগতে পারে যে আমি পেমেণ্ট পেলাম কিনা?আর আপনাকে দেবো কিনা?
তাইত?এ ক্ষেত্রে আমার বলার একটা কথাই আছে-“বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর...”আপনি আগে ১টি কাজ করে দ্যাখেন...সব যদি ঠিক থাকে পেমেণ্ট নিয়ে আপানাকে চিন্তা করতে হবে না। আপনি বাংলাদেশ এর যে প্রান্তেই থাকুন না ক্যান আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ! আমি কথা দিলাম।

হ্যাঁ আপনি বলতে পারেন আপানার কথার কী মূল্য? তাইত? আসলে একটা কথা মনে রাখবেন আপনি এখানে কোনো টাকা ইনভেষ্ট করছেন না। তাই এখানে আপনার হারানোর কিসু নেই। বরং পাবার আছে। তাই পুরো ব্যাপার টাতে বিশ্বাস রাখতে হবে।
আগ্রহী ও অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনাররা যোগাযোগ করুন নীচের ই-মেইল অ্যাড্রেস এ-মনে রাখবেন আমি ১ জন কে টেস্ট এর মাধ্যমে নির্বাচিত করব আমার কাজের জন্য।


আর একটি শেষ কথা – ভালো ENGLISH WRITING এর দক্ষতা থাকা ও SKYPE এ CHATTING আর জন্য AVAILABLE থাকতে হবে  (DURING ANY PROJECT IN RUNNING CONDITION)
ধৈয্য ধরে এতো বড় পোষ্ট পড়ার জন্য আপনাদের সবাই কে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। :-)
E-mail : jasmene782@gmail.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।