বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নোয়াখালী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারষ্টিার মওদুদ আহমেদসহ কেন্দ্রীয় নেতাদের আটককের প্রতিবাদে আজ নোয়াখালীর কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় বিএনপি সহ ১৮ দলীয় জোটের উদ্যেগে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
হরতাল চলাকালে বড় ধরণের কোন যানবাহন চলাচল করেনি। এদিকে গ্রেফতারের প্রতিবাদে কবিরহাট-কোম্পানীগঞ্জে গতকাল রাতে দুইটি গাড়ীতে অগ্নিসংযোগ, ৪টি ট্রাক সহ ১০/১২টি ভাংচুর এবং শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটায় বিএনপি নেতাকর্মীরা।
কোম্পানীগঞ্জে মিছিলের এক পর্যায়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এতে আ'লীগ ও বিএনপি'র দুগ্রুপের সংঘর্ষে যুবদল নেতা রুবেল ও মনির আহম্মদ গুলিবদ্ধি সহ ও মাইজদীতে বিএনপি সমর্থক বাবুর রগ কাঁটা সহ অন্তত ২০ জন আহত হয়।
এদিকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল রাতে জেলা শহর মাইজদীতে জেলা বিএপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ আজাদের ও এড: শাহাদাত নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে আল-আমিন সুগন্ধা সার্ভিসের দুইটি বাসে আগুন, উপকূল এক্সপেসের একটি বাস, ৩টি সিএনজি, ১টি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল ভাংচুর করে বিএনপির নেতা কর্মীরা। মিছিল থেকে একটি বাসে ও একটি মটরসাইকেলে অগ্নি সংযোগ ও কয়েকটি ককটেল বিষ্ফোরণ করে। মাইজদী টাউন হলের মোড়ে বেশ কয়েকটি বাস ও সি.এন.জি ভাংচুর করে। কবিরহাটে উপজেলা বিএনপি নেতা ও ভাইস চেয়ারম্যান ইলিয়াছ মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
এসময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি সিএনজি ও মটরসাইকেল ভাংচুর করে।
বিক্ষোভ মিছিল শেষে রাতে মাইজদী ফকিরপুরে বাসায় ফেরার পথে জসিম উদ্দিন বাবু (২২) নামে এক বিএনপি সমর্থকের হাত-পাঁয়ের রগ কেঁটে দিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। সে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ভাংচুর এবং অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ রয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।