আমাদের কথা খুঁজে নিন

   

আজ থোমচিং এর দিন,কাল হয়ত আমার আপনার বোন অথবা কাছের মানুষের দিন।।।

সাকিব-তামিম কে নিয়ে চিন্তার শেষ নেই আমাদের তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা ধুয়ে দিচ্ছি পাপন আর লোটাস এর গুষ্ঠি,আমি সাধুবাদ জানাই সব বাঙালী দের। । বিশ্বজিত্‍ এর ব্যাপার টা পুরানো তাই ঘাটলাম না, ছেলে মানুষ তো খেলতে খেলতে দুর্ঘটনা ঘটেছে। । ভারতের একটি মেয়ে ধর্ষণের ব্যাপার টা হয়ত আমরা জানি, তাদের সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটাও অজানা নয়।

আচ্ছা রাঙামাটি তে থোমচিং নামের মেয়েটি ধর্ষণ হয়েছে এটাও জানা কথা তাইনা। । ভারতের ১৪ গুষ্টি উদ্ধার করি আমরা কিন্তু তাদের জনগণ কিছু হইলে নেমে পড়ে আর তাদের সরকার ব্যাবস্থা নিতে বাধ্য হয়। । আর আমাদের এখানে কিছুই হবেনা, হবেই বা কেন আমার বোন/আমার GF তো ধর্ষণ হয়নি হয়েছে এক পাহাড়ি মেয়ে থোমচিং।

। যৌন জ্বালা মিটিয়েছে আমার আপনার মত বাঙালী ছেলে। । মজা পেতেন যদি VEDIO CLIP টি দেখতে পেতেন তাইনা। ।

সাকিব-তামিম এর নিরাপত্তা নিয়ে ভাবুন কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে ভেবেন না। । ভাবেন শুধু নিজের যৌনতা মেটানোর উপায় নিয়ে। । ভাই আমার ঘরে বোন নেই তবুও ঘৃণা হচ্ছে ভাবতে যে আমরা বাঙালী পুরুষ মানুষ।

। যাদের ঘরে বোন আছে তারা যেন দুঃখ না পায় কাল যদি তাদের বোন ধর্ষণ হয়। । তাদের কাছ থেকে "STATUS" যেন পাই "MY SISTER RAPED BY THOSE DOGS..THEY WERE NOT MEN,THEY WERE BEAST..THEY NEED DEATH PENALTY PUNISHMENT"... একটুও হতবাক বা অবাক হবনা যদি এরকম কিছু পড়ি। ।

কালকে হয়ত আপনিই লিখবেন আর লাইক দিব নিঃসন্দেহে। । শর্মী আমিন কে গালাগালি না দিয়ে নিজের মনুষত্ব কে গালি দিন। । শর্মী আমিন সত্য লেখে তাই জ্বলে তাইনা, আসিফ সত্য লেখে তাই জ্বলে তাইনা।

। । এরা যদি নাস্তিক হয় তবে বলব যে ওরাই মানুষ। । ওরা জানে সত্য বলতে, অন্তত প্রকাশ্যে বলতে পারছে এটাই কি অনেক না।

। আমাকে খারাপ ভাবুন ওদেরকে ভাল বলেছি তাই। । আজ কে শুরু করছি সত্যের দালালি, হ্যঁ আমি সত্যের দালাল। ।

আল্লাহ্ যেমন সত্য আমার কাছে,, তেমনই যে সত্য লিখবে সেটা অপ্রিয় সত্য হলেও আমার কাছে গ্রহনযোগ্য। । । লালন বলেছিল, "সত্য বল, সুপথে চল। ।

সত্য,সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন"। । এটুকুই অনেক বোঝার জন্য। । জাগান বিবেককে।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।