পারস্য উপসাগরের মুসলিম দেশ কাতার। আয়াতন ১১ হাজার ৫৭১ বর্গকিলোমিটার (বিশ্বে ১৬৪তম)। মোট জনসংখ্যা : ১৯,০৩,৪৪৭ (বিশ্বে ১৪৮তম)-এর জন্য। আরব উপদ্বীপের মতো এ দেশটিও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূ-পৃষ্ঠে কোনো জলাশয় নেই এবং প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য।
বেশির ভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহায় বাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এ প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। ১৯শ শতকের শেষভাগ থেকে আল-থানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে।
১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং এগুলো উত্তোলন শুরু হয়। এর পর থেকে দেশটি উন্নতি করতে থাকে। ২০০৯ সালে আরব দেশটিকে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে গণ্য করা হয়।
বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটি; মাথাপিছু আয় ১,০৬,২৮৩ দশমিক ৯৬ মার্কিন ডলার। জিডিপি ১৭৩ বিলিয়ন মার্কিন ডলার (২০১১ সালের হিসাব অনুসারে)। এ দেশে কোনো আয়কর উত্তোলন করা হয় না। এমনকি বিশ্বের সবচেয়ে কম কর আদায়কারী দেশ এটি। কাতারের মুদ্রার নাম রিয়াল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।