কথিত আছে বহু আগে সিঙ্গাপুর যখন সমুদ্রনগরী নামে পরিচিত ছিল তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে দ্বীপে। অধিবাসীরা যখন নিজেদের সপে দেয় ঈশ্বরের হাতে ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ-মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় অধিবাসীদের। আর সে থেকে মারলিন নামের সিংহ-মৎস্য সিঙ্গাপুরীদের গর্ব আর বীরত্বের প্রতীক। সিঙ্গাপুর প্রশাসন সমুদ্রতলের মাটি, পর্বত ও অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে দেশটির স্থলভাগের আয়তন বৃদ্ধি করে চলেছে। ১৯৬০-এর দশকে দেশটির আয়তন ছিল প্রায় ৫৮২ বর্গকিলোমিটার, বর্তমান এটি ৬৯৯ বর্গকিলোমিটার (বিশ্বে ১৮৯তম) এবং ২০৩৩ সাল নাগাদ এর পরিমাণ বৃদ্ধি পাবে আরও ১০০ বর্গকিলোমিটার।
রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। ব্রিটেন থেকে ১৯৬৫ সালের ৯ আগস্ট স্বাধীনতা লাভ করে। মাথাপিছু আয় ৬১,০৪৬ দশমিক ৯৬ মার্কিন ডলার। জনসংখ্যা ৫৩,১২,৪০০ জন (বিশ্বে ১১৬তম)। আর জিডিপি ২৭৪ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার (২০১২ সাল)।
মালয়, চীনা, ইংরেজি এবং তামিল ভাষা যৌথভাবে সিঙ্গাপুরের সরকারি ভাষা। সংসদীয় প্রজাতন্ত্রের কাঠামোয় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান। সিঙ্গাপুরের সরকার সবসময়ই একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত সরকার হিসেবে বহির্বিশ্বে পরিচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, সিঙ্গাপুর বহুদিন ধরেই এশিয়ার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।