দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ব্রুনাই। ব্রুনাই তেল সম্পদে সমৃদ্ধ একটি ধনী রাষ্ট্র। ১৯৬০-এর দশকের শেষ দিকে এটি এ অঞ্চলের একমাত্র দেশ হিসেবে ব্রিটিশ উপনিবেশ হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯৮৪ সালের ১ জানুয়ারি দেশটি স্বাধীন হয়। ব্রুনাই দুটি আলাদা এলাকা নিয়ে গঠিত।
এদের মধ্যে পশ্চিমেরটি বৃহত্তর। দুই এলাকাতেই সমুদ্রবন্দর আছে। তবে দুটিকেই মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ ঘিরে রেখেছে। বন্দর সেরি বেগাওয়ান ব্রুনাইয়ের রাজধানী। ব্রুনাইয়ের আয়তন মাত্র ৫,৭৬৫ বর্গকিলোমিটার (বিশ্বে ১৭২তম)।
ব্রুনাইয়ের সুলতান হলেন একাধারে রাষ্ট্র ও সরকারের প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। ব্রুনাইয়ে ২০ সদস্যবিশিষ্ট একটি আইন প্রণয়ন কাউন্সিল আছে, তবে এর সদস্যরা আইন প্রণয়নে কেবল পরামর্শদাতা হিসেবে কাজ করেন। ১৯৫৯ সালের সংবিধান অনুযায়ী পাদুকা সেরি বাগিন্দা সুলতান হাজী হাসানাল বোলকিয়াহ মুইযাদ্দিন ওয়াদ্দাউল্লাহ হলেন দেশের প্রধান। ১৯৬০-এর দশকে একটি বিপ্লবের পর থেকে ব্রুনাইয়ে মার্শাল ল' জারি হয়ে আছে।
মালয় ও ইংরেজি ব্রুনাইয়ের সরকারি ভাষা। ব্রুনাইয়ের অর্ধেকেরও বেশি লোকের মাতৃভাষা মালয়। অন্যদিকে ইংরেজি মাতৃভাষী লোকের সংখ্যা হাজার দশেক। এখানকার প্রায় ১২ শতাংশ লোক চীনা ভাষার বিভিন্ন উপভাষাতে কথা বলেন। এ ছাড়াও বেশকিছু সংখ্যালঘু ভাষা প্রচলিত।
মালয় ভাষা দেশটির সর্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা, তবে ইদানীং পর্যটন ও বাণিজ্যে ইংরেজি ভাষার প্রসার বেড়েছে। ব্রুনাইয়ের মুদ্রার নাম ব্রুনাই ডলার।
দেশটির প্রধান আয়ের উৎস হলো- অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস বিদেশে রপ্তানি। এ খাত থেকে দেশটির ৯০ শতাংশ আয়ের সুযোগ ঘটে। এ ছাড়াও আছে কৃষি, ব্যাংকিং ও পর্যটন খাত।
মাথাপিছু আয় ৫০,৪৪০ দশমিক শূন্য তিন মার্কিন ডলার। ২০১২ সালের হিসাবে ব্রুনাইয়ের গ্রোস ডোমেসটিক প্রোডাক্ট (জিডিপি) হলো ১৬ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।