নামাজ আদায়ে কোনো হেলাফেলা বাঞ্ছনীয় নয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি যথাযথভাবে নামাজ সংরক্ষণ (আদায়) করবে, হাশরের দিন তা তার জন্য আলোকবর্তিকা, পথের পাথেয় ও পরিত্রাণের উপায় হবে। আর যে যথাযথভাবে নামাজ সংরক্ষণ (আদায়) করবে না, তার জন্য তা আলোকবর্তিকা, পথের পাথেয় ও পরিত্রাণের উপায় হবে না। উপরন্তু হাশরের দিন সে ফেরাউন, কারূন, হামান ও উবাই বিন খাল্ফের সাথী হবে'। -আহমদ, তারাবানি
হাক্বানি আলেমরা বলেছেন, উলি্লখিত চার কাফেরের সাথী হিসেবে বেনামাজির হাশর হওয়ার কারণ, তার নামাজ বর্জনের কারণ চার ধরনের হয়ে থাকে- অর্থোপার্জন, রাষ্ট্রীয়, প্রশাসনিক বা চাকরি ও ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে।
অর্থ-সম্পদের ব্যস্ততার দরুন নামাজ বর্জন হলে কারূনের সঙ্গে, রাষ্ট্রীয় ব্যস্ততার দরুন হলে ফেরাউনের সঙ্গে, মন্ত্রিত্ব বা প্রশাসনিক ব্যস্ততার দরুন হলে হামানের সঙ্গে, আর ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততার দরুন নামাজ বর্জন হলে মক্কার ব্যবসায়ী উবাই বিন খালফের সঙ্গে তার হাশর হবে। হজরত ওমর (রা.) বলেন, 'নামাজ বর্জনকারী ইসলাম প্রদত্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে না এবং নিরাপত্তার নিশ্চয়তা পাবে না। '
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এ দায়িত্ব যে উপেক্ষা করে সে আল্লাহর কৃপা লাভের যোগ্যতা হারায়। ইমাম আহমদ ম'আয বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, 'ইচ্ছায় যে ব্যক্তি ফরজ নামাজ পরিত্যাগ করে, তার ওপর থেকে মহান আল্লাহপাকের জিম্মাদারী নিঃশেষ হয়ে যায়।
' -আহমদ, তাবারানি
নামাজ ফরজ ইবাদত। সাধ্য থাকা অবস্থায় নামাজ আদায় না করা অমার্জনীয় অপরাধ। সাহাবিরা জীবনের সবচেয়ে কঠিন অবস্থায়ও নামাজ ত্যাগ করেননি। ইমাম বায়হাকী স্বীয় সনদসহ বর্ণনা করেন, হজরত ওমর (রা.) বলেন, এক লোক রাসূল (সা.)-এর সমীপে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ! ইসলামের কোন কাজ আল্লাহর নিকট বেশি পছন্দনীয়? তিনি ইরশাদ করলেন, 'সঠিক সময়ে নামাজ আদায় করা। যে নামাজ ছেড়ে দিল তার ধর্ম রইল না।
নামাজ ধর্মের (ইসলামের) ভিত্তি। হজরত ওমর (রা.) যখন আততায়ীর হাতে জখম হলেন, তখন তাকে বলা হলো_ 'হে আমীরুল মুমিনীন! নামাজের সময় হয়ে গেছে। ' তিনি বললেন, 'হ্যাঁ, আমি নামাজ আদায় করব। যে নামাজ ছেড়ে দেয় তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। অতঃপর তিনি নামাজ আদায় করলেন, অথচ তখনো তার ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।
আল্লাহ আমাদের সবাইকে নামাজ আদায়ের তওফিক দান করুন। আমিন।
লেখক : ইসলামী গবেষক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।