Add fast Facebook likes, Twitter followers, Google plus friends, YouTube views etc. in your social media accounts. খুব সহজেই বাড়িয়ে নিন আপনার ফেসবুক লাইক, টুইটার ফলোয়ার, ইউটিউব ভিউস্ ইত্যাদি। এছাড়া যারা বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কাজ করেন, তারা এর মাধম্যে ভাল আয়ও করতে পারবেন। সর্ব প্রথমে এখানে ক্লিক করে আপনার একাউন্টি খুলে নিন। অর্থাৎ যে সাইটের মাধ্যমে আপনি কাজটি করবেন, সেখানে সাইনআপ করুন । এবার নীচের নির্দেশনা গুলো অনুসরণ করুনঃ
১।
এবার আপনাকে যা করতে হবে, তা হলো আপনার একাউন্টে পয়েন্ট এ্যাড করুন। অর্থাৎ, আপনাকে আগে এখানে অন্যদের ফেসবুক পেজে লাইক, টুইটার ফলোয়ার দিতে হবে।
২। আর এর জন্য আপনাকে বাম পাশের একাউন্ট গুলোতে আপনার পছন্দের মতো কাজ করে পয়েন্ট এ্যাড করতে হবে। এছাড়া প্রতিদিন ২০ টি লাইক বা টুইটার ফলোয়ার বা অন্যান্য কাজ করলেই থাকছে ১৫০ বোনাস পয়েন্ট, যা বাম পাশে বোনাসে ক্লিক করে পাবেন।
তবে এর আগে অবশ্যই ২০ টি কাজ করতে হবে।
৩। এছাড়া আপনি বিভিন্ন ব্লগ, ফোরাম ও বন্ধুদের কাছে আপনার রেফারেল লিন্কে সাইনআপ করিয়ে প্রতিটি সাইনআপে ৩০০ বোনাস পয়েনট পাবেন। তবে তাদেরকে এ্যাকটিভ ইউজার হতে হবে, অর্থাৎ সাইটে প্রবেশ করে আপনার মত কাজ করতে হবে।
৪।
অন্যদের লাইক বা ফলোয়ার দিতে বাম পাশে দেয়া যে কোন একটি কাজে (ফেসবুক লাইক/টুইটার ফলোয়ার) ক্লিক করলে একটি পপআপ স্ক্রিন ভেসে উঠবে, সেই পপআপ স্ক্রিনে আপনার ফেসবুক বা টুইটার এ্যাকাউন্টের ইমেইল/পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করতে হবে, অথবা আপনি আগে দিয়েই সাইনআপ করে রাখতে পারেন।
৫। এবার আপনার নিজের ফ্যান পেজে লাইক বা টুইটার ফলোয়ার পেতে বা ফ্রিল্যান্সার হিসেবে আপনার বায়ারদের পেজে লাইক দিতে, তাদের লাইকপেজ ইউআরএল বা টুইটার ইউজার নেম বাম পাশে দেয়া এ্যাড সাইট/পেজে ক্লিক করে এ্যাড করুন। এবং ফর্মটি পূর্ণ করুন।
৬।
দ্রুত লাইক/ফলো পেতে প্রতিটি লাইক/ফলোর জন্য কমপক্ষে ৪ পয়েন্ট নির্ধারণ করুন।
৭। উদাহরন হিসেবেঃ ১০০ লাইক পেতে নীচের ছিবিটি অনুসরণ করুন।
৮। এভাবে একসাথে আপনি আনেক গুলো পেজ যুক্ত করতে পারেন।
৯। আপনি পয়েন্ট ক্রয় করেও কাজ করতে পারেন।
১০। আপনার সাইটগুলোর অবস্থা জানতে ও ইডিট করতে বাম পাশের মাই সাইটে ক্লিক করুন।
আর এভাবেই আপনি সাইটটিতে সাইনআপ করে আপনার আয় শুরু করতে পারেন।
***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও বিস্ময়কর নতুন নতুন খবর জানতে এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।