আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কিছু পাপ আমাদেরকে ইসলামের বাইরে নিয়ে যায়; আমাদেরকে অমুসলিম করে দেয়।



আমরা ওযূ করি। কিছু কিছু কারনে আমাদের ওযূ ভেঙ্গে যায়। আবার ওযূ করতে হয়। আমরা গোসল করি। কিছু কিছু কারনে আমাদের গোসল ভেঙ্গে যায়।

আবার গোসল করতে হয়। আমরা সালাত আদায় করি। কিছু কিছু কারনে আমাদের সালাত ভেঙ্গে যায়। সেই সালাত আবার শুরু থেকেই আরম্ভ করতে হয়। সাওম পালনরত থাকা অবস্থায় কিছু কিছু কারনে আমাদের সাওম ভেঙ্গে যায়।

সাওমের কাফফারা আদায় করতে হয়। সুতরাং ওযূ, গোসল, সালাত ও সাওমের validity condition আছে। ওযূ, গোসল, সালাত ও সাওমের মত ইসলাম-ও ভাঙ্গে। আমরা শাহাদাতের বাণী উচ্চারণ করে ইসলামে প্রবেশ করি। মুসলিম হই।

এই মুসলিমত্বেরও কিন্তু validity condition আছে। কিছু কিছু পাপ আমাদেরকে ইসলামের বাইরে নিয়ে যায়; আমাদেরকে অমুসলিম করে দেয়। এই কারণ গুলো কী কী সেটা জানা একজন মুসলিমের জন্য surviving knowledge. একজন লোকের অবস্থা বিবেচনা করা যেতে পারেঃ যিনি ওযূ করার পদ্ধতি জানেন, কিন্তু জানেন না কী কী কারনে ওযূ ভাঙ্গে; যিনি জানেন সালাত কীভাবে আদায় করতে হয়, কিন্তু জানেন না কী কী কারনে সালাত নষ্ট হয়ে যায়! At any given point in time, that person may or may not be in the state of ablution, even if he or she thinks so. তুলনা করুন সেই মুসলিমের সাথে যিনি জানেন কালিমা শাহাদাত, কিন্তু জানেন না কী কী কারণে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করার পরে অমুসলিম হয়ে যায়!! At any given point in time, that person may or may not be in a state of muslim, even if he or she thinks so. In the worst case, ঐ ব্যক্তি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। আমরা তাঁর জানাযা পড়লেও অনন্তকালের আখিরাতে তাঁর যাত্রা অমুসলিম হিসেবে, আল্লাহর কাছে তাঁর প্রত্যাবর্তন অমুসলিম হিসেবে! কী ভয়ঙ্কর সেই পরিনতি! Islamic Online University (IOU) তে আমি একটা কোর্স করেছিলাম AQD 051 (Explanation of the Nullifiers of Islam) যেটাতে এই কারণগুলো বিশদভাবে ব্যাখ্যা করা আছে। URL: Click This Link The 7th nullifier of Islam is this: Whoever Ridicules, Scorns or Makes Mockery of Anything of the Religion of the Prophet (PBUH), Its Reward or Its Punishment, Has Committed Kufr (Disbelief).


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।