ভালবাসী দেশকে দেশের মানুষকে।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকের উপর হামলার অভিযোগে গ্রেফতার হণ সরকার দলীয় স্পস্টভাষীখ্যাত সংসদ সদস্য গোলাম মাওলা রনি । যদিও দেশে আরও অনেক সাংবাদিক নির্যাতনের আলোচিত ঘটনায় সরকার দলীয় একজণ ইউ পি সদস্য ও গ্রেফতার হয়নি । অবশ্য এম পি রনির গ্রেফতারের নেপথ্যের বিষয়ে ইতিমধ্য নানান মূখরোচক গল্প শোনা যাচ্ছে । আর বড় মানুষদের কির্তীকলাপের সেসব গল্পগাথা আমরা নিচতলার মানুষরা নিরবে হজম করে যাচ্ছি ।
যাক আমি সে প্রসঙ্গে যাবনা, যে বিষয়টা আমাকে বা আমার মতো দেশের কতিপয় ণগন্য নাগরীকদের ভাবিয়ে তোলে , তা হলো গ্রেপতারকৃত ঐ এম পির জামিন পরবর্তী সময়ে গ্রেপতার আর কারাবাসের কাহিনী, যা একটি সুনামধন্য জাতীয় দৈনিকে ধারাবাহিক ভাবে প্রকাশীত হয় । একজন পার্লমেন্ট মেম্বার যে কিনা আইন পাশ করেন তার যদি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যপারে এমণ আতংক তৈরী হয় তা হলে নাখান্দা নাগরীকদের অবস্থান কোথায় । গ্রেফতারকৃত এম পি রনির ভাষ্যমতে ঘটনার আগে বেশকিছু দিন থেকে কতিপয় সাংবাদিক? একজণ ভয়ংকর দাগী আসামীর মতো এম পি রনির পেছন পেছন লেগে থাকে যা মৌলিক মানবধিকার পরিপন্থি । একটি থানায় অভিযোগ করার পর ঐ থানা একজন এম পির অভিযোগকে গুরুত্ব না দিয়ে বরং উলটো একটি জামিনযোগ্য মামলায় ওই এম পিকে কোর্ট অর্ডার হাতে পৌছার আগেই গ্রেফতার করা হয় । এসব বিষয়ে সরকার বাহাদুরকে প্রশ্ন করা হলে হয়তো উত্তর আসবে আইন সবার জন্য সমান ।
এই উত্তর শতভাগ আইন সম্মত । কিন্তু বিনয়ের সাথে উপর মহলের কর্তা ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন আইন সবার জন্য সমান হলে এই শাসণ আমলের কিছু ব্যতিক্রমধর্মী চিত্র মনে পড়ে যায় ।
১। একজন এম পির ব্যক্তিগত পিস্তলে খুনের ঘটনা ২। টাকার বস্তা সহ একজন বুদ্ধিজীবি মন্ত্রীর সহকারির ধরা পড়া ৩।
কতিপয় দূর্নীতিবাজদের কারনে কানাডার আদালতে বাংলাদেশের মাথা হেট হলো অথচ সে সব আন্তর্জাতিকভাবে স্বীকৃত দূর্নীতিবাজদের সততার সণদ দেওয়া হলো আর নোবেল বিজয়ের মহানায়ক কে খাটো করার জন্য বিশেষ এসাইনমেন্ট হাতে নেওয়া হলো । ৪। শেয়ার বাজার লুটপাটের ঘটনায় পথের ভিখিরী হয়ে অনেক কে আত্নহত্যার পথ বেচে নিতে হলো । ৫। কতিপয় এম পির হাতে ইউ এন ও,ওসি,সাংবাদিক সহ অনেক সম্মানিত ব্যক্তিরা লাঞ্ছিত হলো ।
৬। সাংবাদিক সাগর রুনী,ফরহাদ খা রা নির্মমভাবে খুন হলো ৭। নিমতলি,তাজরীন ফ্যশন,আর রানা প্লাজা ট্রাজেডী , এ জাতীয় উল্যেখযোগ্য অনেক ঘটনা জাতী প্রত্যক্ষ করেছে কিন্তু সেসব ঘটনা ক্ষেত্র বিশেষ তদন্ত কমিটির ভীড়ে অথবা আইনের মারপ্যাচে হিমাগারে চলে গেল ।
অথচ গোলাম মাওলা রনি,মাহমুদুর রহমান,আরিফুর রহমান(ঢাকা টাইমস), আদিলুর রহমান,মেহনাজ রশিদ,আবুল আসাদরা গ্রেফতার হলো কত ভারী মামলায় তা আজ নাগরীকের জবানীতে প্রশ্ন হয়ে থেকে গেল ।
১০/১০/২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।