আমাদের কথা খুঁজে নিন

   

অথচ তোমাকে মনে হলে, মনে হয় বাঁচি কিছুকাল, তোমার জন্য।

বাঁচার জন্য আনন্দ পাই না কোথাও, যখন তুমি এসে দাঁড়াও মনের জানালায়, উঁকি দাও সাদা গোলচোখে, যখন ওড়না উড়াও মাতাল বাতাসে, কাস্তের মতো বাঁকা চাঁদ ওঠে আকাশে, যখন গোলাপের ঘ্রাণ নাকে বাজে, জোনাকী জ্বলে ঝাউবনে, নদী আর নক্ষত্ররা যখন চলে নিরুদ্দেশ্যে তখন তুমি নিবিড় হয়ে আসো সত্তায় আমার তখন বাঁচতে ‍ইচ্ছে করে! বাঁচতে ইচ্ছে করে আর দুবেলা, দুরাত দুদিন। মনে হয় বাঁচি কিছু কাল এই মরার দেশে, দুর্নীতির প্রথম স্থান অধিকার করা দেশে, বাস করি আরও কিছুকাল- এই দারিদ্র্যের দেশে ; কিংবা এই লুটেরা, প্রতারক আর পুঁজিবাদি সাম্রাজ্যে, কিছুকাল তুমি আমি মিলিত হই, দিয়ে যাই কয়েকটি মেধাবী সন্তান ; অন্তত তাদের শশ্রূষার জন্য তাদের আারাম আয়েশের জন্য। যদিও বাঁচার জন্য আনন্দ পাই না, অথচ তোমাকে মনে হলে, মনে হয় বাঁচি কিছুকাল, তোমার জন্য। ১১।০১।২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।