আমাদের কথা খুঁজে নিন

   

অমৃত বাণীঃ প্রধানমন্ত্রীত্ব চাই না, দেশের মানুষের শান্তি চাই: শেখ হাসিনা

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছে, ‘হরতালে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হয় এসব দেখে আমার খুব কষ্ট হয়। এসব দেখে মনে হয় প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি চাই দেশের মানুষের সুখ আর শান্তিতে থাকুক। দেশের মানুষ দু’মুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাক এটাই আমার প্রত্যাশা। ’ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামীক ফাউন্ডেশনের জাতীয় খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মের সঙ্গে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে তারা ধর্মের শত্রু। জঙ্গিবাদ মানে ইসলাম নয়। ’ একটি গোষ্ঠি ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামকে জঙ্গিবাদের ধর্মে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামের ব্যাপক প্রচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার কাজকর্ম শুরু করি।

এরপরেও যারা বলে আমরা নাকি ইসলামের শত্রু, আমার বাপ-দাদারা ইসলামের নয়, তখন খুব কষ্ট পাই। আমি আমার বাপ-দাদার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবো। তাদের মধ্যে কেউ অন্য ধর্মের নয়। ’ বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্যাডাররা গাড়িতে আগুন দিয়ে গায়ে পেট্রোল দিয়ে মানুষ খুন করছে। তারা দেশের মানুষকে শান্তিকে থাকতে দেবে না।

এটা সহ্য হয় না। ’ তিনি বলেন, ‘আমরা সুন্দরভাবে উন্নত দেশ গড়ে তুলতে চাই। জনগণের উন্নয়ন চাই। আমি প্রধানমন্ত্রী চাই না। জনগণ চাইলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে আর না চাইলে না বানাবে।

’ অনুষ্ঠানে উপস্থিত ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘মসজিদের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু পবিত্র এ স্থানটিতে যাতে আর আগুন না দেয়া হয়, যাতে আর কোনো বোমা না ফুটে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। ’ http://www.nowbdnews.net/2013/11/10/238954.htm
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।