আমাদের কথা খুঁজে নিন

   

রেল নাস্তিকও না আস্তিকও না তবুও......!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

(লিটন চন্দ্র ভৌমিকের ফেইসবুক স্ট্যাটাস থেকে নেওয়া) এই গরীবদেশে পরিবহন বলতে আছে কিছু রেলওয়ে। পাবনা-সিরাজগঞ্জ রেললাইন উপড়ে ফেলা হয়েছে আজকে। ঈশ্বরদীতে রেললাইন উপড়ে ফেললো কিছুক্ষণ আগে। শনিবারে লাকশাম-নোয়াখালী রুটে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে।

গত হরতালে বগুড়া, বিবাড়িয়ার লাইন তুলে নিয়ে গেছে। তার আগের হরতালে মৌলভীবাজারের কুলাউড়ার রেললাইনের অংশবিশেষ উধাও। । ভাই, জামায়াত শিবিরেরে একটু বুঝান, এই রেলওয়ে যারা তৈরি করেছে তাদের কেউ নাস্তিক ছিলেন না। প্রথম কাঠের রেলের বগি তৈরি করেছেন এক জার্মান; তিনি আস্তিক।

প্রথম রেলের বগি'র ডিজাইন করেন উইলিয়াম জেসাপ; তিনি ব্রিটিশ এবং পুরোপুরি আস্তিক। স্টিম ইঞ্জিনের স্কটিশবিজ্ঞানী জেমস ওয়াট তিনিও নাস্তিক ছিলেন না। প্রথম স্টিম ইঞ্জিনের জন্য লোকোমোটিভ তৈরি করেন রিচার্ড ট্রিভেথিক, তিনি কিন্তু চার্চের সাথে যুক্ত ছিলেন। আধুনিক রেলওয়ের জনক জন স্টিভেন্স, পিটার কুপার, রবার্ট বুইল্ট, জর্জ পুলম্যান... তারা কেউই নাস্তিক ছিলো না। এমনকি রেলওয়ে যারা তৈরি করেছেন তারা কেউ শাহবাগেও কখনও আসেননি।

কখনও যুদ্ধাপরাধীর বিচারও চাননি। ... ... প্লিজ ভাই, নিরীহ রেলওয়েটারে একটু রেহাই দে । । এই গরীবদেশে পরিবহন বলতে আছে কিছু রেলওয়ে। পাবনা-সিরাজগঞ্জ রেললাইন উপড়ে ফেলা হয়েছে আজকে।

ঈশ্বরদীতে রেললাইন উপড়ে ফেললো কিছুক্ষণ আগে। শনিবারে লাকশাম-নোয়াখালী রুটে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। গত হরতালে বগুড়া, বিবাড়িয়ার লাইন তুলে নিয়ে গেছে। তার আগের হরতালে মৌলভীবাজারের কুলাউড়ার রেললাইনের অংশবিশেষ উধাও। ।

ভাই, জামায়াত শিবিরেরে একটু বুঝান, এই রেলওয়ে যারা তৈরি করেছে তাদের কেউ নাস্তিক ছিলেন না। প্রথম কাঠের রেলের বগি তৈরি করেছেন এক জার্মান; তিনি আস্তিক। প্রথম রেলের বগি'র ডিজাইন করেন উইলিয়াম জেসাপ; তিনি ব্রিটিশ এবং পুরোপুরি আস্তিক। স্টিম ইঞ্জিনের স্কটিশবিজ্ঞানী জেমস ওয়াট তিনিও নাস্তিক ছিলেন না। প্রথম স্টিম ইঞ্জিনের জন্য লোকোমোটিভ তৈরি করেন রিচার্ড ট্রিভেথিক, তিনি কিন্তু চার্চের সাথে যুক্ত ছিলেন।

আধুনিক রেলওয়ের জনক জন স্টিভেন্স, পিটার কুপার, রবার্ট বুইল্ট, জর্জ পুলম্যান... তারা কেউই নাস্তিক ছিলো না। এমনকি রেলওয়ে যারা তৈরি করেছেন তারা কেউ শাহবাগেও কখনও আসেননি। কখনও যুদ্ধাপরাধীর বিচারও চাননি। ... ... প্লিজ ভাই, নিরীহ রেলওয়েটারে একটু রেহাই দে । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।