মত প্রকাশে আপোষহিন।
কি চমকে গেলেন না কি? হেড লাইনটা খুব চমকানোর মতই, শেখ হাসিনা কিভাবে আওয়ামীলীগের কেউ না।
কথা গুলো দেখে যে কারো মনে হবে এগুলো আস্ত পাগলের প্রলাপ ! কিন্তু তারপরও আমার মনে হয় এমন হওয়াটা
অসম্ভবের কিছুনা। কারন আমরা অতিতে দেখে আসছি যখন বিশ্বজিত দাসকে ছাত্রলীগের ক্যাডাররা কুপিয়ে হত্যা করল
তখন আওয়ামীলীগ থেকে বলা হল হত্যা কারীরা ছাত্রলীগ, যুবলীগ, বা আওয়ামীলীগের কেউ না ! অথচ সবাই জানে
বিশ্বজিতের হত্যা কারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির কে কোন পোস্ট বা কে কোন দায়িত্তে ছিল।
আবার যখন রানা প্লাজার মত ভয়ংকর ট্র্যাজেডি রচিত হল যেখানে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, ঠিক বিশ্বজিত হত্যাকাণ্ডের
মতই আওয়ামীলীগ থেকে দাবী করা হল রানা যুবলীগের কেউ না ! অথচ দিনের মত পরিষ্কার ব্যাপারটি জনগন সবই জানে।
আবার হেফাজতে ইসলামের উপর হত্যাযঙ্গ চালিয়ে ইতিহাসের যে কালো অদ্যায় রচনা করল শেখ হাসিনা সরকার,
যেভাবে গণহত্যা চালিয়ে মানুষ খুন করল, বি এন পি নেতৃত্তদীন ১৮ দলীয় জোট ক্ষমতায় এসে যখন শেখ হাসিনাকে
ঐ গণহত্যার আসামী করে মামলা করা হবে তখন যদি আওয়ামীলীগ থেকে বলা হয় শেখ হাসিনা আওয়ামীলীগ, বা যুবলীগের
কেউ না, শেখ হাসিনা জীবনে কোনদিন আওয়ামীলীগ দলটাকেই পছন্দ করতেন না !
কি বলেন, এমনটি হওয়া অসম্ভবের কিছু না কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।