আমাদের কথা খুঁজে নিন

   

তিন কোটি ইন্টারনেট ইউজার ও মুক্ত কন্টেন্ট

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
আমাদের দেশের প্রায় তিনকোটি লোক ইন্টারনেটের ইউজার! ভাবা যায়। বিশ্বের কয়টা দেশে মোট তিনকোটি লোক আছে? মুশ্কিল হচ্ছে এদের জন্য ইন্টারনেটে আমাদের মাতৃভাষায় কন্টেন্ট খুবই নগন্য। ফলে এদের অনেকেই (উইথ অর রেসপেক্ট) ফেসবুতে ঘুরে বেড়ায়, ওখানে ওখানে লাইক দেয় (এমনকি মৃত্যুর খবরেও) আর ছবি দেখে। এতে আমার কোন আপত্তি নাই।

ইন্টারনটে খুবই গণতান্ত্রিক। যার যা ইচ্ছে! তবে, আমার দু:খ লাগে কারণ এদের বড় অংশই শিক্ষার্থী। কাল রাতে ফেসবুক দেখলাম ৫৮ লাখের মধ্যে ৪২ লাখই এখনো ২৫ পেরোয়নি। তারমানে শেখার আর শেখানোর জগতেই আছে। তাদের জন্য ইন্টারনেটে বাংলা কন্টেন্ট বাড়ানোর সবচেয়ে বড় তরিকা হল মুক্ত বিশ্বকোষ - উইকিপিডিয়া।

উইকিপিডিয়া এমন একটা বিশ্বকোষ যাতে লিখতে আর সম্পাদনা করতে পারে সবাই। আমি আবার বলছি- সবাই পারে। দরকার হচ্ছে সদিচ্ছা। এখন বাংলা লিংক থেকে বিনাখরচে উইকিপিডিয়া পড়া যায়। গ্রামীণ থেকেও যাবে।

যদিও পরীক্ষামূলক কাজটা তারা আগে করেছিলেন। আমি জানি বাকী অপারেটররাও এই কাজে এগিয়ে আসবেন। তবে, বিনামূল্যের এই সার্ভিসটা আমরা লেভারেজ করতে পারবো না যদি আমরা বাংলা কন্টেন্ট না বানাই। বাংলা উইকিকে সমৃদ্ধ করার জন্য চেস্টা করে চলেছে অনেকেই। ২০০৬ সালে আমরা বিডিওএসএন থেকে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করার চেষ্টা করেছি।

আর ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে উইকিমিডিয়া বাংলাদেশ। যা উইকিপিডিয়ার নেপথ্য সংগঠন উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার। চ্যাপ্টার থেকে আমরা মাঝে মধ্যে একত্রিত হই। আলাপ আলোচনা করি কীভাবে কন্টেন্ট আরো বাড়ানো যায়। সেই চেষ্টা চলতে থাকুক।

মোবাইল ফোনে সবাই যাতে বিনামূল্যে উইকি পড়তে পারে তার জন্য আমাদের সচেষ্ট প্রচেষ্ঠা রয়েছে। উ্কিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল সেবার পরিচালক ক্যারোলিন এই জন্য আজ রাতে ঢাকা এসে পৌছেবেন। দেখা করবেন প্রায় সব অপারেটরের সঙ্গে। আমি আশাবাদী লোক। কাজে রবি বা টেলিটক বা এয়ারটেল বা সিটিসেল - সবাই উইকিপিডিয়া জিরোতে সামিল হবেন বলেই আমার আশাবাদ।

ক্যারোলিনের কাছ থেকে এই নিয়ে সরাসরি জানার জন্য আমরা একটা সংবাদ সম্মেলন করবো ১৩ তারিখে বিকেলে। তার পরপরই ক্যারোলিন বাংলাদেশের উইকিপিডিয়ান আর হবু উইকিপিডিয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। (বিস্তারিত মন্তব্যে)। চলুন, আমরা সবাই মিলে বাংলা ভাষায় একটা মুক্ত জ্ঞানভান্ডার গড়ে তুলি। এর জন্য আপনার-আমার কোন টাকা-পয়সা লাগবে না।

কেবল সদিচ্ছা থাকলেই চলবে। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।