মেহেরপুর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর ব্রিজের কাছ থেকে হালিম (২৬) ও ডালিম (২৮) নামের দুই ভাইকে অপহরণ করে নিয়ে যায় একদল অস্ত্রধারী অপহণকারী। পরে ১৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেয় অপহরণকারীরা।
গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবপুর গ্রামের লিয়াকত আলীর ২ ছেলে হালিম ও ডালিম তাদের নিজ দোকান বাবুপর বাজারের সবুজ টেলিকম বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বাবুপুর ব্রিজের কাছে এলে একদল অস্ত্রধারী অপহরণকারী তাদের অস্ত্রের মুখে অপহরণ করে।
পরে তাদের পরিবারের কাছে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে। অবশেষে ১৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তারা দুই ভাই হালিম ও ডালিমকে রাত দেড়টার দিকে ছেড়ে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।