হাইসপ্ট বাংলাদেশে অবস্থিত প্রথম ১০টি সপ্টওয়্যার কোম্পানির একটি। এই কোম্পানিটি ২০০১ সালে প্রপেসর এ কে এম হাবিবুর রহমান এর ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। অনেক গুলো নামকরা সপ্টওয়্যার এর মধ্যে sharePlus (শেয়ার প্লাস) এবং smartcashbook উল্লেখযোগ্য। Smartcashbook হচ্ছে অনলাইন একাউন্টিং সপ্টওয়্যার। sharePlus (শেয়ার প্লাস) হচ্ছে ডেস্কটপ বেইজড সপ্টওয়্যার, যাহা সারভার এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
sharePlus (শেয়ার প্লাস) সপ্টওয়্যারটির বাংলাদেশে ২৪ জন ক্লায়েন্ট আছে, যাদের অনেকে আবার বছরে দুইবার এ জি এম করে থাকে। এই সব এ জি এম করার জন্য হাইসপ্ট প্রতি বছর কিছু ছাত্র,ছাত্রী এবং বেকার যুবক যারা খন্ডকালীন চাকুরীর করতে আগ্রহী তাদের নিয়ে থাকে। যোগ্যতা হিসেবে কম্পিউটার চালোনায় অভিজ্ঞ এবং মিনিমাম ডিগ্রি পাস বিবেচনা করা হয়।
কি ভাবে যাচাই করা হবে-
যারা ইমেইল এ সিভি পাঠাবেন (hisoft.com.bd@gmail.com) ,তাদেরেক মোবাইল এ ফোন করে যানানো হবে কবে আসতে হবে প্রশিক্ষন নেওয়ার জন্য। কাজে যোগদানের আগে প্রত্যেককে দুইদিনের প্রশিক্ষন দেওয়া হবে।
মিথ্যা নয়। আপনিও ইমেইল করে দেখেন।
চিত্রঃ সপ্টওয়্যারটি দেখতে কেমন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।