আমাদের কথা খুঁজে নিন

   

⌨ আসলেই কী এত জন আছেন?

Good things come to those who wait

বর্তমানে সামুর "অনলাইনে আছেন" কলামে দেখাচ্ছে "১২৮ জন ব্লগার ও ৯৬৪ জন ভিজিটর (১৯০ জন মোবাইল থেকে)"। সামুর বর্তমান অবস্থা মারাত্মক শোচনীয়। এই অবস্থায় আসলেই এতজন ভিজিটর বা ব্লাগার আছে কী না আমার সন্দেহ জাগে। যদি থেকেই থাকে তাহলে ভাল ভাল পোস্টেও দেখি ৫ বার পাঠিত অথবা অনেক সময় গড়িয়ে যাবার পরও কোন কমেন্ট নাই। আমার মনে হয় সামু টেকনিক্যালি এই সংখ্যা সিস্টেম করে বেশী দেখাচ্ছে।

আসল অবস্থা খুবই খারাপ। একবারে ক্লিনিক্যালি ডেড। মডুরাতো আগে ভাল ব্লগারদের দাম দেয় নাই। কথায় কথায় ব্লক করে দিত। এখন রাম রাম করছতে।

দেখি চেষ্টা করে, এই মড়াটারে আবার জ্যান্তা করা যায় কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।