আমাদের কথা খুঁজে নিন

   

“না বলতেই যদি শিখলি না তবে সর্বত্র হ্যাঁ বলা শরীর সে আর বাংলার শরীর থাকে না”।

দেশের জন্য উজাড় করা ভালবাসা

নতুন মেরুকরণে বাংলার মানুষ। জানুয়ারী ২০১৪ হতে বাংলাদেশের মানুষ আর বিভাজিত হবে না ডান বা বাম দুই শিবিরে; কিংবা বামেদের কারা রুশ, কারা পিকিং; ডানেদের কারা পাকি, কারা মাজারি বা খেলাফতি; কারা পাকি রাজাকার বা কারা হিন্দ রাজাকার; কারা স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে; কারা সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক। গোপন কোন মেরুকরনের আর সুযোগ থাকছে না। ফলে সিদ্ধান্ত নিন আপনি কোন শিবিরে যাবেন। আর চিন্তা করুন এই অতি প্রকাশ্য মেরুকরণের দুই পক্ষে কারা থাকছে? স্বাধীনতার ৪২ বছরে আজ স্বাধীনতার যে রূপ, যেখানে অন্য দেশ সিদ্ধান্ত নেয় এই দেশের পরবর্তী সরকার কারা গঠন করবে লজ্জায় নির্লজ্জ হতে ইচ্ছে করে আর বলতে ইচ্ছে করে, “না বলতেই যদি শিখলি না তবে সর্বত্র হ্যাঁ বলা শরীর সে আর বাংলার শরীর থাকে না”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।