আমাদের কথা খুঁজে নিন

   

রাত হলেই শেয়ালের উৎপাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শেয়ালের উৎপাত বেড়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শেয়ালের হাঁকডাক শোনা যায়। আর রাত গভীর হওয়ার সাথে সাথে বেড়ে চলে শেয়ালের হাঁকডাকও। চলে শেষ রাত অবধি। ক্যাম্পাসে শেয়ালের কর্কশ ধ্বনি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকেও চরমভাবে বিঘ্নিত করছে।

শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী ইউসুফ জানায়, পড়তে পড়তে শেয়ালের হঠাৎ ডাকে হতচকিত হয়ে উঠি।

প্রতিটি আবাসিক হলের পাশে জঙ্গল বা গাছের বাগান থাকায় এসব স্থান হতে রাত হলেই শেয়াল কর্কশ শব্দ সৃষ্টি করে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ বিঘ্নিত করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা, ছাত্রীদের হলের সামনে শেয়ালের উৎপাত বেশি লক্ষ্য করা যায়। ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকার পাশে বিস্তীর্ণ আবাদী জমি থাকায় বিশ্ববিদ্যালয়ের ভাঙ্গা প্রাচীর দিয়েই শেয়াল ক্যাম্পাসে প্রবেশ করে। সকাল হতেই আবার তারা ক্যাম্পাস ত্যাগ করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের পরিবেশ ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশের দাবিতে ক্যাম্পাসের অভ্যন্তরে গড়ে ওঠা ঝোঁপ পরিস্কার ও বিশ্ববিদ্যালয়ের প্রাচীর মেরামতের দাবি জানিয়েছে।

আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসাইন বলেন, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে। শীঘ্রই এটি মেরামত করে উদ্ভূত সমস্যার সমাধান করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।