রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ১৮-দলীয় জোটের শরিক দলের একজন শীর্ষ নেতাসহ দুজন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের নাশকতার অভিযোগ করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ১৮-দলীয় জোটের শরিক দল ইসলামিক পার্টির মহাসচিব আবদর রশীদ প্রধান ও কৃষক দলের নেতা সুলতান আহমেদ।
পুলিশের মতিঝিল অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ‘তাঁদের নামে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। যারা নাশকতা করে, তাদের আমরা খুঁজছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা তাঁদের গ্রেপ্তার করেছি।’
এর আগে ৭ নভেম্বর রাতে বিএনপির পাঁচজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।