বেলা সোয়া ১২টার দিকে আবদুর রশীদ বিএনপি কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময়ে সাদা পোশাকের পুলিশ তার পরিচয় জানতে চায়।
এরপর তাকে একটি সাদা মাইক্রোবাসে করে পল্টন থানার দিকে নিয়ে যাওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহবুব ঘটনাস্থল থেকে জানান।
হরতালে রোববার সকালে থেকেই পুলিশ নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সদস্যরাও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আছেন।
বেলা ১১টার দিকে সুলতান আহমদ নামে এক বিএনপি সমর্থক ওই কার্যালয় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাকেও আটক করে।
বিএনপি কার্যালয়ের প্রধান ফটক ভেতর থেকে তালা লাগিয়ে রাখা হয়েছে। ফটকের সামনেই সাধারণ পোশাকে অবস্থান করছেন কয়েকজন গোয়েন্দা সদস্য। কোনো নেতা-কর্মীকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢুকতে পরিচয়পত্র দেখাতে হচ্ছে।
পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও কার্যালয়ের কাছাকাছি প্রস্তুত রাখা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।