আমাদের কথা খুঁজে নিন

   

যা সঙ্গিত হতেই পারেনা



এটা কোন জীবন সঙ্গিত হতে পারে না, হতে পারেনা কোন ধ্রুপদি জনপদের গান, সীমাহীন ব্যর্থতার পরে যে জাতি সবেমাত্র উঠে দাড়াচ্ছিল, তার টুটি চেপে ক্রমবিকাশের ধারাকে ব্যহত করানোর করুণ ইতিহাস, সঙ্গিতের কোন শাখাতেই বিচরণ করেনা। প্রতিদিন সকালে পাশের বাড়ির ছেলেটি একধ্যানে গলা সেধে যায় সা রে গা মা’য়, তারপর সন্ধার ঘোর লাগা মঞ্চে গায় ম্যাড়মেড়ে পানসে খেলো শরীরী গান, তখন জনতার মুহূর্মুহূ হাততালিতে কান পাতা দায়। এভাবেই নীতির চর্চায় কয়েক ধাপ এগিয়ে, দূর্ভাগ্যক্রমে কোন বিষয়ে এক মত না হয়ে, রাস্তায় মারামারি বাঁধিয়ে, সর্বহারার দেশে নিহত আহত নিপড়িতের কান্না ছাপিয়ে, গুটিকয়েক হায়েনার অট্টহাসি, কথোপকথন আর যাই হোক গান হয়ে ওঠে না। এ সমাজ তা ভুলে যেতে চায়, যদিও হতভাগ্যদের সে সৌভাগ্য হয়না। শাশ্বত ০৯.১১.১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।