আমাদের কথা খুঁজে নিন

   

আজ ভয়াল ১২ নভেম্বর

আজ ভয়াল ১২ই নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় এলাকায় নিহত হয় হাজার হাজার মানুষ।

১০ থেকে ১৫ ফুট উচ্চতার এই জলোচ্ছ্বাসে  একই সাথে সেদিন স্রোতের টানে ভেসে যায় বহু গবাদি পশু ও ঘর-বাড়ী। ক্ষতিগ্রস্থ হয় শত শত একর জমির ফসল। লন্ড ভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকার জনপদ।

জেলার রামগতি উপজেলার মুক্তিযোদ্ধা শাহজান কবির, অধ্যাপক তপন কুমার দাস ও ডা: নিমাইসহ অনেকে জানান, ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মেঘনা উপকুলীয় অঞ্চল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার গুচ্ছ গ্রাম, চর আবদুল্লাহ, আজাদনগর, কাটাবনিয়া, পোঁড়াখালি, চর জগবন্ধু, চর সামছুদ্দিন, বাতিরখাল, চর কাঁকড়া,  সদর উপজেলার চর মনসা,চর রমনী মোহন এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ মারা যান।

এসময় বহু গবাদি পশু ও ব্যাপক ঘর-বাড়ী জলোচ্ছ্বাসে ভেসে যায়। আর শত শত একর জমির ফসল নষ্ট হন। এতে গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। স্বজন হারানো মানুষগুলোর কান্নায় সেদিন উপকূলীয় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

লন্ড ভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকার জনপদ। এখনও সে ভয়াল ১২ই নভেম্তরের কলো রাত্রির কথা মনে পড়লে ঘটনার স্বাক্ষী হয়ে থাকা এখানকার মানুষগুলো আতকে উঠে বলে জানান তারা।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।