আমাদের কথা খুঁজে নিন

   

ম,খা মাল মুহিদ এদের মুখতো নয় যেন পুন(পাছা)

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

ভদ্রলোকের এক কথা।এই প্রবাদ যদি সত্য হয়, তবে বলবো এদেশের শাষকশ্রেণী চরম অভদ্র। কিন্তু তাদের এই অভদ্রতা মাঝে মাঝে এমন চরমস্তরে পৌঁছায়, তখন আর নিজেকে সামলাতে পারি না, কিছু দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী ম,খা, আলমগীর রানা প্লাজা ধ্বংস প্রসঙ্গে বলল, বিরোধী দল নাকি স্তম্ভ ধরে ঝাঁকুনি দেওয়ার ফলে বিল্ডিংটা ধ্বসে পড়েছে, আর দুইদিন আগে বলল, জনরোষ থেকে রক্ষা করতে বিরোধী দলের নেত্রিকে গৃহবন্দি করা হয়েছে। হলমার্ক ব্যাংক ডাকাতি প্রসঙ্গে অর্থমন্ত্রী মাল মুহিত বলল, তিন হাজার কোটি টাকা এমন কোন বড় কেলেংকারি নয়, আর রানা প্লাজা ধ্বংস প্রসঙ্গে বলল, এটা এমন কোন বড় ঘটনা না। এমন দায়ত্ব-জ্ঞানহীন কথা শুনে আমি বললাম, এদর মুখতো নয়, যেন পুন(পাছা)। *ক্ষমা করবেন বন্ধুগণ রাজনীতি যখন অশ্লীল হয়ে পড়ে,এর প্রভাব কিন্তু জনগণের উপরও পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।