প্রথমেই এডমিনের প্রতি অনুরোধ থাকবে টিউনটি যেন বিনে না নেয় ।
আমরা অনেকেই অনেক সময় আউটসোর্সিং এর নামে বিভিন্ন জায়গায় প্রতারনার স্বীকার হয়েছি । কিন্তু এবার আপনাদের এমন একটি গ্রুপের সাথে পরিচয় করিয়ে দিব যারা আসলেই কাজের বিনিময়ে পেমেন্ট করে । সবচেয়ে মজার ব্যাপার হলো কোন টাকা ইনভেস্ট ছাড়াই খুব সহজেই সপ্তাহে 1300-1400 টাকা ইনকাম করা যায় এখানে কাজ করে ।
কাজের বিবরন : আমরা ভিবিন্ন প্রতিষ্ঠানে মার্কেটিং করি , এবং খোজ খবর নেই যে তাদের কোন ডাটা এন্ট্রির কাজ আছে কিনা ।
বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান লোকালি অনেক ডাটা এন্ট্রির কাজ করিয়ে থাকে । বর্তমানে আমরা যে প্রজেক্টির কাজ করছি সেটা হচ্ছে একটি এনজিও এর ইউনিয়ন ভিত্তিক হোল্ডিং ইনফরমেশন প্রসেসিং । এই এনজিওটি দেশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিটি ফ্যামেলির ডাটা সংগ্রহ করেছে যা তাদের সার্ভারে এখন তুলার প্রয়োজন হচ্ছে । কিন্তু তাদের এত লোকবল নেই যে তারা এগুলো তাদের সার্ভারে তুলবে । তাই আমরা এই কাজ গুলো তাদের করে দিচ্ছি ।
কিভাবে কাজ করবেন : আমাদের গ্রুপে এড হওয়ার সাথে সাথে আপনাকে আমরা একটি সফটওয়্যার , সফটওয়্যার টিউটোরিয়াল , এবং প্রথমে 7 দিনের কাজের জন্য 700 ডাটা দিব যা পিডিএফ আকারে আপনাকে মেইল করা হবে । সফটওয়্যারটি ইনস্টল দিলে আপনার ডেক্সটপে ডেইলি ডাটা অপারেশন নামে একটি ফাইল হবে , ডেখানে প্রতিদিরে ডাটা গুলো এক্সেল ফাইল হিসেবে জমা হবে । আপনি 7 দিনে কাজ গুলো বা এর আগে কাজ গুলো শেষ করে সেই এক্সেল ফাইল গুলো মেইলে সাবমিট করার 12 ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন ।
যে সব ইনফরমেশন এন্ট্রি করতে হয় : এই কাজের জন্য যে সফটি বব্যহার করা হয় সেটি মূল পাঁচ পেইজরে একটি সফট , যেহেতু এটি হাউজ হোল্ডিং এর কাজ সেহেতু এখানে নিম্নোক্ত ইনফরমেশন গুলো দিতে হয় :
1. হাউজ হোল্ডিং নাম্বার
2. বাড়ির কর্তা প্রধানের নাম
3 . পরিবারে সদস্য সংখ্যা কত
4. তাদের মাসিক আয় কত
5. বাৎসরিক ব্যায় কত .
6. কোন ক্ষাতে কত ব্যায়
7. বাড়ির ধরন কি ?
8. ল্যাট্রিনের ধরন কি ?
9. আর্থিক ভাবে কোন অবস্থানে আছে
ইত্যাদি যার সবকিছুই আমাদের প্রদত্ত যাটাতে উল্লেক্ষ থাক শুধু এগুলো দেখে দেখে সফটওয়্যারে তুলতে হয় ।
কাজের রেট ও পেমেন্ট সিস্টেম : প্রতি কাজের মূল রেট 3 টাকা কিন্তু আমরা এখানে প্রতি কাজের জন্য 70 পয়সা কমিশন নেই ।
তার মানে প্রতি প্রসেসিং এ আপনি পাবেন 2 টাকা 30 পয়সা । পেমেন্ট করা হয় প্রতি বৃহস্পতিবার বিকাল 5 টার পর ।
পেমেন্ট সিস্টেম : বিকাশ , ডাচবাংলা ব্যাংক , পেপাল .
কাজের জন্য যেভাবে আবেদন করবেন : আমাদের ওয়ার্কার সার্কেলের সাথে কাজ করার জন্য যোগাযোগ করুন :
মোবাইল : 01761349050
ইমেইল : datawork505@gmail.com
স্কাইপ : datawork505
বি:দ্র: কাজ শুরু করার আগে আমাদের টিউটোরিয়াল দেখার জন্য মেইল অথবা ফোন করুন । আমাদের এই প্রজেক্টের কাজ আগামী 6 মাস চলবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।