আজকেই সেই রাত । অনেক অপেক্ষার পর আজকে রাতেই নিশির সাথে দেখা করবে তানিম । তানিম ঢাকা থেকে গ্রামে এসেছে শুধু এই রাতের জন্যেই ।
যথাসময়েই বের হয়ে আসে নিশি । রাস্তায় হাটছে দুইজন ।
হঠাত্ করেই নিশির ওড়নায় হাত দিল তানিম । ওড়না টেনে ঠিক করে দিল । মাটিতে হেছরে যাচ্ছিল । রাস্তার সব ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছিল । মৃদু হাসল নিশি ।
ধান ক্ষেতের মাঝ দিয়ে সরু রাস্তা । দুইটা ক্ষেতের মাঝখানে বসে পড়ল তারা । এখন আর কেউ তাদের দেখতে পারবে না । পকেট থেকে কাগজে মোড়ান কিছু বের করল তানিম । একটু লজ্জা পেল নিশি ।
-বিস্কুটের প্যাকেট । রাতের বেলা ক্ষিধা লাগে ।
নিজের ঘাড়টা নিশির দিকে ঘুড়িয়ে নিল তানিম । নিশিও তার দিকে তাকিয়ে আছে । দুইজন দুইজনকে দেখতে লাগল ।
[ভাই তোরা তাকিয়া থাক ,দেখতে থাক আর যা ইচ্ছা কর । রাইতের বেলা আর পাঠক দের সময় নষ্ট করিছ না । ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।