আমাদের কথা খুঁজে নিন

   

শেষ দিনে ঢিলেঢালা হরতাল

বুধবার সকালে রাজধানীর কয়েকটি স্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও বিক্ষিপ্ত বোমাবাজির খবর পাওয়া গেলেও বড় কোনো গোলযোগ ঘটেনি।
আগের তিন দিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে বেশি সংখ্যায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। এছাড়া সব সড়কেই রিকশা  ও অটোরিকশা চলাচল করছে।
হরতালের কারণে ঢাকা থেকে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে চার দিন ধরে।

হরতাল শেষে বিভিন্ন গন্তব্যে আবার বাস চলাচল শুরু হবে বলে পরিবহন মালিকরা জানিয়েছেন।   
হরতালের প্রথম দিন রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে সতর্ক অবস্থান নিয়ে আছে পুলিশ ও র্যাব।
এরই মধ্যে সকালে নিউ মার্কেট এলাকায় স্বেচ্ছাসেবক দল এবং উত্তর খানে যুবদল কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।
বাড্ডায় বিএনপির মিছিল থেকে গাড়িতে ঢিল ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পান্থপথে ছাত্রদলে মিছিল থেকে ককটেল ফাটানো হয়।

যাত্রাবাড়ির ধোলাইপড়েও ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবেমো ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং হরতাল ডাকার পর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
হরতালের তৃতীয় দিন রাজধানীর মাতুয়াইলে চলন্ত বাসে আগুন দেয়া হলে তাতে আহত হন নয়জন। রাতে গাজীপুরের কালীগঞ্জে একটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়া হলে এক প্রবাসীসহ তিনজন অগ্নিদগ্ধ হন।    


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।