আমাদের কথা খুঁজে নিন

   

আহা বেশ বেশ বেশ বাংলালিংক দেশ ।

তারিখ ২৯-১২-২০১২ সময় সকাল ১০-৫৩-৫৭ আমার মোবাইলে Data Bonus থেকে এই ম্যাসেজটি আসল , 91% bonus (50MB) everytime on 55MB@50TK+VAT/week internet pack if purchased by 31-Dec-12. Dial *222*1*6#. You will get an SMS when bonus comes (in 4 days). আমি নিয়মিত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি । সুতরাং ম্যাসেজটি পাবার পর আমি যারপরনাই খুশি । ৩০-১২-২০১২ , সময় দুপুর নির্দেশনা মত প্যাকেজটি কিনলাম । নির্দিষ্ট পরিমান টাকা কাটল এবং প্যাকেজ মোতাবেক ডাটা পেলাম । ৪ দিন এর জায়গায় ৭ দিন পার হয়ে গেল বোনাস আসল না ।

০৬-০১-২০১৩ সময় সকাল ১১-৩৪ বোনাস না পাওয়াতে কল দিলাম ১২১ এ । মোট ৪ মিনিট ৮ সেকেন্ডে তাকে বিস্তারিত বললাম । সে বলল আপনার অভিযোগ নেওয়া হয়েছে । ৩০ মিনিটের মাঝে আপনাকে কল করা হবে । দয়া করে রিসিভ করবেন ।

১৫ মিনিট পর . . . . কল আসল । তাকে আবার বিস্তারিত বললাম । তিনি বললেন ৪৮ কর্মঘন্টার ভিতর আপনাকে আবার কল করা হবে এবং সমস্যার সমাধান হবে । ০৭-০১-২০১৩ সময় বিকাল ০৫-০৮ অফিস থেকে কল করে বিনয়ের সাথে বলা হল , আপনি বোনাস পাবেন না । ম্যাসেজটি ভূলবশত চলে গেছে ।

ভবিষ্যতে আর এমন হবে না । আমি কিছুই বললাম না শুধু লাল বোতামে চাপ দিয়ে লাইন কাটলাম । প্রিয় বাংলালিংক বিশ্বাস করেন আমি রাগ করিনি । কত কিছুর প্রতিশ্রুতি ই তো পাই ,কিন্তু ফলাফল শূন্য । আপনাদের বেলায় ও তেমন হল ।

[উপরে বর্নিত ঘটনা পুরোপুরি সত্য এবং আমার সাথে ঘটা । কেউ প্রমাণ চাইলে আমার সাথে দেখা করেন] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।