তারিখঃ ৩১-১২-২০১২
গভীর রাত ।
চার বন্ধু এক সাথে ক্যাম্পাসে বসুনিয়া চত্বরে বসে ।
২৩-২৪ বছরের এই ছোট্ট জীবনে বলার মতো "ভাল কাজ" কে, কি, করেছি এনালাইসিস করছি ।
আমি বাদে, বাকি তিনজনের বেশ কিছু ভাল কাজের উদাহরণ পাওয়া গেল যা সত্যিই অভাবনীয়, অনুকরণ যোগ্য ।
আমার নিজের খুব লজ্জা লাগছিল, বলার মতো তেমন ভাল কাজ এই জীবনে করিনি!!!!! হায় হায় হায় !!!
তিন বন্ধুর উদ্দেশ্যে বললাম, ভাল কাজ কিনা জানিনা তবে একটা মেয়েকে অনেস্টলি প্রচন্ড ভালোবাসি ।
তিন বন্ধু রায় দিল, এটা নাকি নিঃসন্দেহে ভাল কাজ ।
চার বন্ধু মিলে ডিসিশন নিলাম নতুন বছরের প্রথম দিনটা একটা ভাল কাজ দিয়ে শুরু করব ।
আমাদের সাথে পরে আরো দুইজন বন্ধু যোগ দিল ।
ছয়জন মিলে বছরের প্রথম দিনটা আমরা ছোট-খাট একটা ভাল কাজ করলাম ।
কাজটা ছোট হলেও তৃপ্তি পেলাম অনেক ।
আসলেই ইচ্ছা আর ভাল মানসিকতা থাকলে অনেক অনেক ভাল কাজ নিমেষেই করা যায় ।
এবার বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি কখনো এভাবে নিজেকে নিজে কখনো প্রশ্ন করেছেন আপনার এই জীবনে আসলে বলার মতো ভাল কাজ কি করেছেন ???????
আমরা সবাই যদি নিজে নিজে উদ্বুদ্ধ হই আমার বিশ্বাস অনেক অনেক ভাল কাজ করা সম্ভব ।
আমি ব্যক্তিগত ভাবে সবাইকে আহবান করব, সবাই নিজ নিজ অবস্থান থেকে ছোট্ট হলেও প্রতিদিন একটি ভাল কাজ করার চেষ্টা করুন ।
এভাবেই দেখতে দেখতে একদিন আমরা আমাদের দেশকে বদলে ফেলব ।
এটা সম্ভব...আমি বিশ্বাস করি এটা অবশ্যই সম্ভব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।