আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট লেখক ফোরাম এর টাঙ্গুয়া অভিযাত্রা : ব্যতিক্রমি সাহিত্য আড্ডা

নাজমুল ইসলাম মকবুল সিলেট লেখক ফোরাম এর টাঙ্গুয়া অভিযাত্রা : ব্যতিক্রমি সাহিত্য আড্ডা ঃ এশিয়া মহাদেশের অন্যতম নয়নাভিরাম জীববৈচিত্রময় এলাকা মেঘালয় পাহাড়ঘেষা সুনামগঞ্জের সীমান্তবর্তী টাঙ্গুয়ার হাওর অভিমুখে সিলেট লেখক ফোরাম এর অভিযাত্রা গত ৫ জানুয়ারী শনিবার সম্পন্ন হয়। সকাল ১০টায় লেখক ফোরাম নেতৃবৃন্দের গাড়ির বহর সুনামগঞ্জ সার্কিট হাউসে পৌছলে সেখানে স্বাগত জানান ফোরামের কার্যনির্বাহী সদস্য ও জাতিয় দৈনিক আজকালের খবর এর সহকারী সম্পাদক কে,এম, শফিকুল ইসলাম এবং বড়ছড়া ট্যাকেরঘাটের কয়লা আমদানী কারক ও সরবরাহকারী মুফতী মাওলানা আব্দুল খালেক ও আব্দুল হক মাহবুব। সার্কিট হাউসে সকালের নাস্তা সেরে সেখানে গাড়ি রেখে ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল ও সিনিয়র সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহীম শাহীনের নেতৃত্বে বেলা ১১টায় সুরমা নদী পাড়ি দিয়ে দুর্গম রাস্তা দিয়ে সেখানকার একমাত্র বাহন পুর্ব থেকে অপেমান মোটর সাইকেলের বহর নিয়ে প্রতিনিধি দল রওয়ানা দেন হিজল করছ ও অতিথি পাখিদের কলকাকলিতে মুখর টাঙ্গুয়ার হাওর অভিমুখে। পথিমধ্যে স্বচ্ছ পানি ও বালি পাথরের জন্য বিখ্যাত যাদুকাটা নদী ও হিন্দুদের বার্ষিক পুণ্যস্নানের তীর্থস্থান পণাতীর্থ যার অদুরে রয়েছে বিখ্যাত পীর শারপিনের মাজার। বড়ছড়া ট্যাকেরঘাটের কয়লা ডিপো, ভারত থেকে এককালে চুনা পাথর আমদানীর পরিত্যক্ত রাস্তা, দুটি শিা প্রতিষ্ঠান পরিদর্শন ও তাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও আপ্যায়ন শেষে দুর্গম পথ পাড়ি দিয়ে বেলা তিনটায় পৌছেন টাঙ্গুয়ার হাওরে।

আশপাশে বোরো জমিনের চারা সংগ্রহের কাজে ব্যস্ত কৃষকরা। রাখালেরা ব্যস্ত গরু মহিষ নিয়ে। নয়নাভিরাম প্রকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পাহাড় টিলা ও হাওরের প্রাকৃতিক পরিবেশে শুকনো একটি জমিনের নরম ঘাসের উপর বসে পড়েন অভিযাত্রীরা। মেতে উঠেন পূর্ব নির্ধারিত জমজমাট সাহিত্য আড্ডায়। সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব হাফিয হোসাইন আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহীম শাহীন। ফোরামের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর সঞ্চালনায় আড্ডায় অংশ নেন ফোরামের কার্যনির্বাহী সদস্য প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মাদানী একাডেমী লন্ডনের পরিচালক ও টেমস বাসিয়া পত্রিকার লন্ডন প্রতিনিধি এফ.এ ফখরুল, ফোরামের কার্যনির্বাহী সদস্য কে.এম শফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে আগত পর্যটক এম.এ তাহের, আব্দুল খালেক, আব্দুল হক মাহবুব, বিলাল আহমদ, মিসবাহ কামালী প্রমূখ। অভিযাত্রিরা এশিয়া মহাদেশের অন্যতম নয়নাভিরাম জীববৈচিত্রময় এলাকায় যাবার রাস্তার বেহাল দশা দেখে ােভ প্রকাশ করেন এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদপে নিতে সরকার ও সংশ্লিষ্ট মহলের নিকট জোর দাবী জানান। স্থানীয় এলাকাবাসী জানান আমাদের এখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব পেলেও রাস্তা ঘাটের কোন উন্নয়ন হচ্ছে না। তাই আমরা বঞ্চিত ও অবহেলিত রয়েই গেছি।

তারা অবিলম্বে সুনামগঞ্জের সুরমা নদীর উপর নির্মানাধীন ব্রিজের কাজ সম্পন্ন করা, সুনামগঞ্জ থেকে শুরু হওয়া রাস্তার সকল ব্রিজ কালভার্ট নির্মাণসহ পাকা রাস্তা নির্মাণ এবং পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে দ্রুত পদপে নেবার অনুরোধ জানান সরকারের নিকট। এছাড়া সীমান্ত অঞ্চলে প্রায়ই বিএসএফের নির্যাতন সহ্য করতে হয় বলে জানান তারা। পুরো অভিযাত্রা ও সাহিত্য আড্ডা হাস্যরসে মাতিয়ে তুলেন প্রধান অতিথি মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব হাফিয হোসাইন আহমদ, সিলেট লেখক ফোরামের সিনিয়র সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহীম শাহীন, মাদানী একাডেমী লন্ডনের পরিচালক ও টেমস বাসিয়া পত্রিকার লন্ডন প্রতিনিধি এফ.এ ফখরুল, ফোরামের কার্যনির্বাহী সদস্য কে.এম শফিকুল ইসলামসহ সকলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.