আমাদের কথা খুঁজে নিন

   

এক ভোগান্তির পর আরেক ভোগান্তির অপেক্ষায়

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

৯০ শতাংশ লোক তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু সরকার সে দাবী মানছে না। ৯০ শতাংশ লোক হরতাল চায় না। কিন্তু বিরোধী দলের তাতে কর্ণপাত নাই।

সবাই নাকি জনগণের পক্ষে আসলে কেউই জনগণের পক্ষে না-। মন্ত্রীরা পদত্যাগ করার পর অফিস করছে এটা সংবিধান সম্মত না বলে বিরোধী দল হঠাৎ করেই সংবিধান প্রেমিক হয়ে গেল- অথচ সংবিধানে তত্ত্ববধায়ক সরকার বলে এখন কিছু নাই। যার যেমন খুশী সে দেশ, সংবিধানকে ব্যবহার করছে নিজের মতো। নতুন ভাড়ামো শুরু হয়েছে আবার টিভির টক শো গুলো- পরস্পর বিরোধী পক্ষগুলোর লোক হাজির করে বস্তাপচা ঝগড়া বা বাহাস করার পরিবেশ তৈরি করাটাই টক শো। এক দিন যায় আরেক দিন আসে।

মানুষের ভোগান্তি বাড়ে। গতকালের ভোগান্তির পর আগামীকালের ভোগান্তির জন্য অপেক্ষাই যেন আমাদের কাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।