আমাদের কথা খুঁজে নিন

   

দুই বাংলায় রাজীবের 'অথচ'

'অথচ এ দায় ভালোবাসার, অথচ এ স্বপ্ন সর্বজয়া পৃথিবী দেখার, অথচ এ প্রস্তুতি রৌদ্রযাত্রার'- এমন কাব্যছোঁয়া আধুনিক গানের কথা ইদানীং আর খুব একটা শোনা যায় না। কথাগুলো আহমেদ রাজীবের। যার কণ্ঠ ও সুর তিনি নিজেই দিয়েছেন। মেলোডি নির্ভর ভরাট কণ্ঠের এমন নয়টি গান দিয়ে তিনি সাজিয়েছেন নিজের তৃতীয় একক 'অথচ'। যা সম্প্রতি প্রকাশ পেয়েছে ঢাকার অগি্নবীণা থেকে।

আর অনুপম রায়ের হাত ধরে কলকাতায় প্রকাশ পেয়েছে মিন্ট মিউজিকের ব্যানারে। জানা গেছে, ঢাকার পাশাপাশি এরই মধ্যে কলকাতায়ও অ্যালবামটি বেশ সমাদর পাচ্ছে। মাসুম হোসাইনের সংগীত পরিচালনায় 'অথচ'র গানের শিরোনামগুলো এমন- তোকে ভেবে, তাই, দুঃখ ভোলার দিন, মনের মানুষ, অথচ, সন্ধ্যারা যখন প্রভৃতি। এর মধ্যে 'মনের মানুষ নাই' এবং 'দুঃখ ভোলার দিন' শীর্ষক গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। যা শীঘ্রই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

রাজীব বলেন, গানটা এখনো প্রাণের দাবি নিয়ে গাওয়ার চেষ্টা করি। রাতারাতি হিট হওয়ার অভিপ্রায় আমার ভেতরে নেই। তাই বাণিজ্যিক বিবেচনার চেয়ে সুদ্ধ কথা-সুরে আধুনিক গান করার চেষ্টা করে আসছি সেই ২০০৫ সাল থেকে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।