আমাদের কথা খুঁজে নিন

   

না'গঞ্জে নির্বাচন অফিসে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন লেগে পুড়ে গেছে স্টোর রুমে থাকা বিপুল পরিমাণ নথিপত্র, পুরানো ব্যালট বাক্স, ব্যালট পেপার, সীলমোহরসহ অন্যান্য জিনিসপত্র। তবে এটা দুর্ঘটনা, নাকি নাশকতা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত সাড়ে ৩টায় উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিষদের নৈশ প্রহরীরা হৈ চৈ শুরু করে।

এসময় কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে এসে নিজেরাই পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা এখনো নিশ্চিত নয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিলো বলে জানান উপজেলা নির্বাচন অফিসার। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.