ওরিবে পেরাল্তা করেছেন জোড়া গোল। একটি করে গোল পেয়েছেন পল আগিলার, রাউল হিমেনেস ও রাফায়েল মার্কেস একটি করে গোল করেছেন।
মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ করে খেললেও গোলের জন্য আধ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়ে মিগেল এররেরার দলকে। ৩২ মিনিটে সেন্টার ব্যাকের সঙ্গে নিউ জিল্যান্ড গোলরক্ষক গ্লেন মসের ভুল বোঝাবুঝিতে গোল পেয়ে যান ডিফেন্ডার আগিলার। এরপর হিমেনেসের গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলেন স্ট্রাইকার পেরাল্তা। সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্কেস করেন পঞ্চম গোলটি। ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করে ক্রিস জেমস।
গ্রুপ পর্যায়ে ১০টি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয় পেয়েছিল মেক্সিকো।
এর আগে প্লে-অফে বাহরাইনকে হারিয়ে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেছিল নিউ জিল্যান্ড।
কিন্তু এবার ব্রাজিলে যেতে হলে আগামী বুধবার ওয়েলিংটনে ফিরতি লেগের ম্যাচটিতে অসম্ভব কিছু করে দেখাতে হবে রিকি হারবার্টের দলকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।