আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে ফ্রি আয়ের কিছু উপায়-(অবসরে সবাই কাজ করতে পারবেন)

অনলাইনে আপনি  চাইলে সহজেই আয় করতে পারেন  কোন টাকা ছাড়াই!!! প্রথমেই বলে রাখি যে আপনাকে ধৈর্য ও কষ্ট করার মানসিকতা থাকতে হবে। যদি আপনি এভাবে কাজ করে যেতে পারেন তাইলে আপনি কয়েকদিন পর ভাল প্রফিট পাবেন । আমি PTC সাইট এর কথা বলতেসি। এখানে আপনি আপনার অবসর সময় কে কাজে লাগিয়ে আয় করতে পারেন। আমরা    বিসস্ত Paid to Click site (PTC) এর সাহায্যে বিনা টাকায় আয় করতে পারি।

সব  PTC সাইট এর কাজ প্রায় এক। তবে মনে রাখবেন,নেটে হাজারও স্কাম সাইট আছে। তাই বিশ্বস্ত সাইট বের করে আরনিং স্টার্ট করবেন। এ ক্ষেত্রে আপনি আমার বাংলা ব্লগ দেখতে
তার পর ও আমি কিছু সাইট দিচ্ছি!!
১)প্রবাক্সঃ
এখানে আপনি শুধু এড ক্লিক করেই ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি সফল হতে চান তাইলে আপনাকে আপনার রেফারাল লিঙ্ক দিয়ে ডিরেক্ট রেফারাল বানাতে হবে।

যত বেশি রেফারাল আপনি পাবেন তত তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন।  তাছাড়া আরও এরকম সাইট  আছে যদি আপনি সব গুলো দিয়ে ইনকাম করতে চান তাইলে আমার ব্লগে ভিসিট করলেই পাবেন। নিচের ছবিটি আমার টাকা পাওয়ার প্রমান।

Probux রেজিস্টাড় করতে এখানে ক্লিক করুন। তার পর ভেরিফাই করে এড ক্লিক করবেন।


লগিন করার পর উপরে মেনুতে দেখবেন  “View Ads”. এই মেনুতে ক্লিক করুন। তার পর আপনি অনেক এডস  দেখতে পারবেন। সব গুলো ক্লিক করুন প্রতেকদিন। আপ্নাকে সাফল্য পেতে হলে অবশ্যই রেফারাল রেফার করতে হবে।  আপনার রেফারাল লিঙ্ক আপনি রেগিস্টার করারপর পাবেন।

অই লিঙ্ক  দিয়ে যারা সাইন আপ করবে বা রেজিস্টার করবে তারাই আপনার ডিরেক্ট রেফারাল হবে।  আপনি নিজ থেকে প্রত্যেকদিন $০.০৭ আয় করতে পারেন। কিন্তু আপনার যদি ডিরেক্ট রেফারাল তৈরি করতে পাড়েন তাইলে আপনার ইনকাম ও বাড়বে।
2)ক্লিক্ষশিয়াঃ হল আরেকটি লেগিট  পি-টি-সি সাইট যারা ২০০৭ সাল থেকে পে করে আসছে। এখান থেকে আপনি মাত্র $১ হলেই পেযার মাধ্যমে তুলতে পারবেন।

ডলার পাবেন ৭ বিজনেস ডের মদ্ধে। মজার বিষয় যে আপনার রেফেরাল লিঙ্ক যদি কেউ ক্লিক করে তার জন্য আপনি পাবেন $০.০০০৪!!!তাছাড়া  শুদু ক্লিক করে ইনকামের পাশাপাশি আরও অনেক ভাবে আয় করতে পারবেন। রেজিস্টার করার পর "Earning Area"  তে গেলেই সব বুজবেন।
৩) ওয়াডজঃ আরেকটা নতুন জেনুইন সাইট যা নিয়মিত পে করে। মাত্র $২ হলে পেযা দিয়ে ক্যাশ আউট করতে পারবেন।


তাছাড়া আপনারা শুদু লগিন ও রেফারাল করেও ইনকাম করতে পারেন। বিস্তারিত এখানে।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।