মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চিকিৎসা। সুশৃঙ্খল জাতি ও সমৃদ্ধিশালী দেশ গঠনে একটি দেশের চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সে কারণেই সবার আগে প্রয়োজন চিকিৎসা শিল্পের ব্যাপক উন্নয়ন সাধন। এই লক্ষ্যে প্রয়োজন শিক্ষিত ও যোগ্য জনবল কাঠামো অর্থাৎ অভিজ্ঞ ফার্মাসিস্ট তৈরি করা। এই চিকিৎসা শিল্পের পরিপূর্ণ বিকাশে অভিজ্ঞ ফার্মাসিস্ট তৈরি করার কোনো বিকল্প নেই।
এই লক্ষ্য বাস্তবায়িত করতেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইউজিসি ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের প্রয়োজনীয় অনুমোদন নিয়েই বিএসসি ইন ফার্মেসি প্রোগ্রাম চালু করে।
যোগ্যতা : এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা প্রতিটিতে ২.৫০ পয়েন্ট অথবা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে কোনো একটিতে সর্বনিম্ন ২ পয়েন্টসহ মোট ৬ পয়েন্ট। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট ৫ পয়েন্ট। সমমানের ডিপ্লোমাধারী অথবা থ্রি ও লেভেল এবং টু-এ লেভেল। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত থাকতে হবে।
গণিত না থাকলে অতিরিক্ত ৬ ক্রেডিট নিতে হবে। এ প্রোগ্রাম শেষ করতে সর্বোচ্চ ৪ বছর সময় লাগে, তবে মেধাবী শিক্ষার্থীরা কোর্সটি তার চেয়ে কম সময়ে শেষ করতে পারবে।
আরও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।