শচিনের বিদায়ী ও ২০০তম টেস্টে প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৫৫.২ ওভারে গুটিয়ে গেছে ক্যারিবিয়রা।
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি সফরকারী দলটির। ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন দলটির ওপেনার ক্রিস গেইল। মোহাম্মদ সামির বলে আউট হন তিনি। এরপর উইকেটের ২২ গজে কেউ প্রতাপ ছড়াতে না পারলে মাত্র ১৮২ রানেই অলআউট হয় দলটি।
উল্লেখ্য, উইন্ডিজের কাইরন পাওয়েল সর্বোচ্চ ৪৮ রান সংগ্রহ করেন। আর ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা ১১.২ ওভারে ৪০ রান দিয়ে পাঁচটি উইকেট দখল করেন। তিনটি উইকেট পেয়েছেন রবিচন্দন অশ্বিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।