আমরা সবাই কম বেশি গান পছন্দ করি । মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বা কোনো হোটেল খেতে গেলে আমরা বিভিন্ন গান শুনে থাকি । এর মধ্যে কিছু গান আমাদের ভালো লেগে যায় । বাংলা গান হলে তার lyric আমরা প্রায় পুরোটা বুঝতে পারি । পরে তা গুগলে সার্চ দিলে সমস্যার সমাধান হয় বেশির ভাগ সময় ।
কিন্তু ইংরেজি , লাতিন , কোরিয়ান , হিন্দি বা অন্য ভাষার গানের কথা আমরা পুরোতা বুঝতে পারি না । তাই সমস্যার সম্মুখীন হতে হয় ।
আবার ধরুন ইউটিউবে কোন মজার ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও দেখচ্ছেন । অনেক সময় এসব ভিডিওতে গান জুড়ে দেওয়া হয় । আপনার ওই গান ভালো লাগলো কিন্তু আপনি ওই গানের নাম জানেন না ।
আবার ধরুন গানের কথাও জানেন না ।
চিন্তার কোনো কারন নেই । আমি আপনাদের সাথে আজকে এমন একটি জিনিস শেয়ার করব যা দিয়ে আপনি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গান ।
ধরুন আপনার কাছে একটি মিউজিক ক্লিপ আছে অথবা গানের লিংক আছে । তবে আপনি গানটির নাম জানেন না ।
এবং গানটির কথাও জানেন না ।
১। প্রথমে এই লিংকে যান ।
২। যদি আপনার কাছে গানের ক্লিপ থাকে , মানে গানের ট্র্যাক থাকে তাহলে আপনি ওই লিংকে গিয়ে ওই ক্লিপ বা ট্র্যাক বা মিউজিক ফাইল টি আপলোড করুন ।
আপলোড করার জন্য ব্রাওস দিন তারপর ওই মিউজিক সিলেক্ট করে আপলোড দিন ।
৩। অথবা আপনার কাছে ওই মিউজিক এর লিংক আছে । লিংকটা কপি করে পেস্ট করে প্রসিডে ক্লিক করুন ।
খালি টিউন দিয়ে শেষ করলাম না।
টিউনটি কষ্ট করে পড়ার জন্য আপনাদের গিফট হিসেবে দিলাম একটি চমৎকার গান । আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে গানটি । https://www.youtube.com/watch?v=BqyNiUL0V4I
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।