আমাদের কথা খুঁজে নিন

   

শেখ রাসেল এবার ‘মোটামুটি’ শক্তিশালী

বৃহস্পতিবার ২০ জন ফুটবলারকে নিবন্ধন করিয়েছে তারা। এদের মধ্যে আছেন জাতীয় দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য, ডিফেন্ডার রেজাউল করিম ও স্ট্রাইকার মিঠুন চৌধুরী। জাতীয় দল থেকে বাদ পড়াদের মধ্যে আছেন শেখ রাসেলে থেকে যাওয়া ডিফেন্ডার মামুন মিয়া, শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আসা ডিফেন্ডার হাসান আল মামুন ও মিডফিল্ডার শাকিল আহমেদ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড থেকে আসা ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ ও স্ট্রাইকার হেদায়েতুল্লাহ রবিন। তবে জাতীয় দলের অধিনায়ক মিডফিল্ডার মামুনুল ইসলাম ও ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কন শেখ জামালে এবং স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, ফরোয়ার্ড জাহিদ হোসেন ও ডিফেন্ডার নাহিদুল ইসলাম মোহামেডানে চলে যাওয়ায় শেখ রাসেলের অনেক ‘ক্ষতি’ হয়েছে। দলটির পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম অবশ্য তা মানতে রাজি নন।

তিনি বলেন, “জাতীয় দলের কয়েক জন চলে গেলেও তাদের জায়গায় যোগ্য খেলোয়াড়রাই এসেছে। এদের ওপরে নির্ভর করা যায়। ” “এদের নিয়ে এবারো সবগুলো শিরোপা জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমরা কয়েক জন ভালো মানের বিদেশি ফুটবলারকে নিয়ে আসতে যাচ্ছি। আমার বিশ্বাস, তাদের নিয়ে আমাদের দলটি আরো শক্তিশালী হবে।

” শেখ রাসেলে নিবন্ধন করা ২০ ফুটবলার হলেন বিপ্লব ভট্টাচার্য্য, মাসুদ রানা, অসীম দাস, আমিনুল ইসলাম, রেজাউল করিম, হাসান আল মামুন, মামুন মিয়া, রজনীকান্ত বর্মণ, বাপ্পী হাসান মুরাদ, তানভীর রানা, শাকিল আহমেদ, ইমরুল হাসান, মোহাম্মদ সুমন, জুয়েল রানা, সবুজ কুমার বিশ্বাস, মোহাম্মদ রাব্বি, মিঠুন চৌধুরী, আনোয়ার হোসেন, হেদায়েতুল্লাহ রবিন ও তৌহিদুজ্জামান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।