আমাদের কথা খুঁজে নিন

   

ভাই থামেন। আগে বাড়েন। ⇨⇨⇨

Good things come to those who wait

"আমাদের দেশে হবে সেই ছেলে কবে, ডাকা-ডাকিতে না বড় হয়ে কাজে বড় হবে। " জী ঠিকই পড়েছেন। ডাকা-ডাকির কথাই বলছি। শুক্রবার সাধারণত জুম্মার নামাজের সময় এটা বেশী দেখা যায়। ইমাম সাহেবের যখন খুতবা শেষ, তখন সবাই কে কাতার সোজা করার জন্য বলেন + সামনের কাতার আগে পূর্ণ করতে বলেন।

এই সময় এক বিচিত্র ঘটনা দেখতে পাওয়া যায়। নামাজ পড়তে আসা ব্যক্তিদের মধ্যে কয়েক ধরনের প্রবণতা দেখি। যথা: ১. কিছু মুসল্লি সামনের কাতারে জায়গা ফাঁকা দেখলে, নিজ দায়িত্বে বলার আগেই সামনে চলে যায় (সাহসী পুরুষ)। ২. কিছু মানুষ সামনে থেকে ডাকার/পেছন থেকে বলার পর, সামনের কাতারের দিকে আগায়। ৩. কিছু মুসল্লি নিজে সামনে না গিয়ে ক্রমাগত পিছনের কাতারের মুসল্লিদের তার নিজের সামনের কাতারের জায়গা ফিলাপ করার জন্য ডাকতে থাকেন।

৪. কিছু মুসল্লি সামনের কাতার থেকে পেছনের কাতারের চলে যান, নিজের পরিচিত কোন সম্মানিত ব্যক্তিকে সামনের কাতারে নামায পড়তে সুযোগ করে দেবার জন্য। ৫. কিছু পাবলিক আছে যারা গম্ভীর মুখে যেই জায়গাতে প্রথমে দাঁড়িয়েছিল, সেই জায়গাতেই ঠায় দাড়িয়ে থাকে। নো নড়ন চড়ন। এর পিছনে যে সব কারণ আছে বলে আমি মনে করি: ১. সাহসের অভাব/ভয়/জড়তা কাজ করা। ২. আলসেমী/অনিচ্ছার কারনে।

৩. গ্রুপ বেধে নামায পড়তে গেলে, সবাই কে ছেড়ে একলা সামনের দিকে যেতে ইচ্ছা করে না। ৪. সুবিধা জনক জায়গা হাতছাড়া হয়ে যাবে (যেমন: ফ্যানের নিচে, বের হবার দরজার কাছে ইত্যাদি)। ৫. সবচেয়ে বড় কারণ যেটা তা হল, সামনের কাতারের খালি জায়গা পূর্ণ করলে কী লাভ হবে তা সম্পর্কে ধারনা না থাকা। সামনের কাতারের খালি জায়গা পূর্ণ করলে আল্লাহ কী লাভ দিবে, জানা থাকলে তখন অটো পা চলবে ইনশাল্লাহ। কয়েকটি লাভ সম্পর্কে নিচে আলোকপাত করা হল: ১. কাতারের খালি জায়গা যে পূর্ণ করে, তার প্রতি আল্লাহ রহমত নাজিল করেন।

২. ফেরেশতারা তার জন্য ক্ষমার দোয়া করেন। ৩. কাতারের খালি জায়গা পূর্ণের জন্য যে কদম (পা) উঠে, সেই কদম সবচেয়ে বেশী সওয়াব দেয়। ৪. যে ব্যক্তি কাতার মিলায়, আল্লাহতালা তাকে নিজ রহমতের সাথে মিলিয়ে দেন। ৫. কাতারের খালি জায়গা পূরণকারী মানুষকে আল্লাহতালা মাফ (মাগফিরাত) করেন। ইত্যাদি।

এখন নিজেই সামনে যাবেন, না ডাকাডাকি করবেন আপনার ব্যাপার। এই ছোট পদক্ষেপটা দিতে যদি এত ভয়/দ্বিধা/সংকোচ কাজ করে তাহলে জীবনের অন্যান্য ক্ষেত্রে এগোবো কী করে? সামনে এগিয়ে যাবার অভ্যাস এখান থেকেই নিয়ে যেতে হপে। এত ডাকাডাকি না করে নিজে এগিয়ে গেলেই তো এত কথা কইতে হয় না। সবাই অটো ভাল থাকে। বী আ ম্যান।

গো এহেড। শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৩, ১ অগ্রহায়ণ ১৪২০, ১০ মহররম ১৪৩৫।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।