আমাদের কথা খুঁজে নিন

   

৬৪৫ কোটি টাকার 'পিংক স্টার'

ছোট্ট এক টুকরো গোলাপি হীরা। নাম 'পিংক স্টার'। নিলামে উঠে বাজিমাত করেছে এই 'গোলাপি তারকা'। আট কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে এটি। বাংলাদেশি মুদ্রায় যা ৬৪৫ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকা।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় বিরল 'অরেঞ্জ ডায়মন্ড' নিলামে উচ্চ দামে বিক্রির কিছু সময় পর রেকর্ড দামে বিক্রি হয় পিংক স্টার ডায়মন্ড। গতকাল গণমাধ্যমের এক খবরে জানানো হয়, নিলামকারী প্রতিষ্ঠান সথবাই বুধবার জেনেভার একটি হোটেলে এ নিলামের আয়োজন করে। নিলাম শুরুর পাঁচ মিনিটের মধ্যে শ্বাসরুদ্ধকর দরকষাকষির মাধ্যমে একজন ক্রেতা জিতে নেন পিংক স্টার। তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, অন্য আরেকজনের পক্ষে তিনি এ নিলামে অংশ নিয়েছেন। পিংক স্টারের প্রকৃত মালিকের নাম-পরিচয় জানাতে তিনি অস্বীকৃতি জানান।

তিন বছর আগে একই প্রতিষ্ঠান আরেকটি নিলামের আয়োজন করেছিল। ওই হীরাটির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় ৩৫৯ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার টাকা। এএফপি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।