আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলছে, দীর্ঘ যানজট

বিআইডব্লিউটিসি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ১নং এবং বিকাল ৩টায় ২নং ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে।
তবে, মূল ঘাট হিসেবে পরিচিত ৩নং রো রো ফেরিঘাট এখনো সচল করা সম্ভব হয়নি বলে জানানো হয়।
এদিকে উভয়পাশে আটকেপড়া যানবাহনের সংখ্যা এখনো সাড়ে পাঁচশ’। এতে কয়েকহাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।
বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ৩নং ঘাট বন্ধ থাকায় বড় আকারের রো রো ফেরি দুটি বন্ধ রয়েছে।

অন্যান্য ফেরি চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, প্রচণ্ড ঢেউ ও বাতাসের কারণে ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৩নং ফেরিঘাট চালু হতে রাত হতে পারে।
বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে ১০টি ফেরি বন্ধ হয়ে যায়। ১৪টি ফেরির মধ্যে চলছিল শুধু চারটি।

দুইট রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং  দুইটি ফ্ল্যাট ফেরি কেতকি ও কাকলী।
বাতাসের তীব্রতার কারণে বৃহস্পতিবার রাত সোয়া ৮টা থেকে ফ্ল্যাট ফেরি দুইটিও বন্ধ হয়ে যায়। অবস্থার আরও অবনতি ঘটলে রাত ৯টা থেকে রো রো ফেরিও বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।