সকল ক্ষমতার উৎস একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আ’লামীন
পৃথিবীর সবকিছু উল্টে যাবে,
তবু বিন্দু মাত্র কমে যাবে না মায়ের স্নেহ।
মা'র প্রতি যে আমাদের এত শ্রদ্ধা ;
চিন্তার বিষয় যে সেটা কেন ?
গভীর একটা মমতায় মা সংসার আগলে রাখেন,
এটা মায়ের পক্ষেই সম্ভব
কিন্তু নারীবাদের মোড়লদের প্ররোচনায় পড়ে,
মা যখন মাতৃত্বের পারিশ্রমিক দাবী করেন,
সংসারের জন্য শ্রমের বেতন দাবী করেন
তখন প্রবল ভূমিকম্পে চূর্ণ হয়ে যেতে চায় হৃদপিন্ড !
আমি হয়তো বুঝতে পারিনি গণতন্ত্র, স্বাধীনতা আর নারীবাদ !
কিন্তু বুঝতে পেরেছি 'একজন মা মাতৃত্বের পারিশ্রমিক চাইলেন' !!
হায়, হতভাগা সন্তান
মাতৃত্বের নি:স্বার্থ আচল জানিনা আর কতদিন মাথার উপর দেখা যাবে !
হে মৃত সভ্যতার দাস জড় গণতন্ত্র !
মৃত স্বধীনতা আর লম্পট নারীবাদ !!
আজ এই মায়াহীন যান্ত্রিক-'বৈতনিক' মায়েদের অভিশাপ বও
ধ্বংস হও
তুমি ধ্বংস হও ।।
তথ্যটুকু এইখানে : পৃষ্ঠা ১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।