৫২ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ছয়টায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই পথের তুষভান্ডার-কাকিনা স্টেশনের মাঝামাঝি ১২৬ ফুট রেললাইন তুলে ফেললে লালমনিরহাটগামী একটি ডাউন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এরপর থেকে লালমনিরহাট-বুড়িমারী রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ ব্যাপারে লালমনিরহাট রেল বিভাগীয় সহকারী পরিবহণ তত্ত্বাবধায়ক (এটিএস) সাজ্জাদ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ সম্পন্ন হয় ও লাইনচ্যুত ইঞ্জিনটি তোলা সম্ভব হয়। এতে আজ সকাল ছয়টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতালে গত মঙ্গলবার দিবাগত রাতে লালমনিরহাট-বুড়িমারী রুটের ১২৬ ফুট রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। রাত আড়াইটার দিকে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী কমিউটার ৭২ নম্বর ডাউন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হন। এ ঘটনায় গত বুধবার দুপুরে তিনজনকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।